For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলকে যা বলেছেন দিলীপ ঘোষ সেটা সঠিক নয় জানালেন তথাগত

বাবুলকে যা বলেছেন দিলীপ ঘোষ সেটা সঠিক নয় জানালেন তথাগত

  • |
Google Oneindia Bengali News

শনিবার বিজেপি সাংসদ ও প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়র একটি ফেসবুক পোস্ট রাজ্য রাজনীতিতে আলোচনার রসদ খুঁজে দিয়েছে৷ ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় জানিয়েছেন তিনি ইস্তফা দিচ্ছেন সাংসদ পদ থেকে। এবং সন্ন্যাস নিচ্ছেন সব ধরণের রাজনীতি থেকে।

বাবুলকে যা বলেছেন দিলীপ ঘোষ সেটা সঠিক নয় জানালেন তথাগত

বাবুলের এই পোস্টের পর একটি টুইটে বঙ্গ-বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায় জানিয়েছেন তিনি বাবুলকে অনেক বুঝিয়েছেন কিন্তু শেষমেশ এই সিদ্ধান্ত নিয়েছেন বাবুল৷ আর একটু ধৈর্য ধরলে ভালো করতেন। পাশপাশি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে তথাগত বলেন বাবুল সম্পর্কে দিলীপ যা বলেছেন তা সমর্থণ করি না৷

ওয়ানইন্ডিয়া বাংলাকে তথাগত ফোনে বলেন, দেখুন দিলীপ ঘোষ অনেক সময় আমাকেও নান কথা বলেছেন কিন্তু উনি এসব মন থেকে বলেন না। উনি গ্রামের মানুষ, যখন যেটা মনে হয় দুমদাম বলেন। ভেতরে এত মারপ্যাঁচ রাখেন না। কিন্তু ও্র মনে কারও জন্য খারাপ থাকে না। তবে উনি বাবুল সুপ্রিয়র সঙ্গে শেষ ক'দিনে নানা বিতর্কে জড়িয়েছেন। এটা সঠিক বলে আমি মনে করি না। এবং বাবুলকে অহেতুক আক্রমণের প্রয়োজনও আমি দেখি না। এগুলো না হলেই ভালো হত।

এরপর টুইটারেও নিজের মত ব্যক্ত করে তথসগত লেখেন, বাবুল সুপ্রিয়র বিদায়ে ব্যথিত। আমাদের মধ্যে একটা প্রজন্মের তফাৎ হলেও আমি ওকে বন্ধু হিসাবেই দেখতাম।আমি ওকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হই নি। রাজনীতিতে থাকতে হলে ধৈর্য একটি অত্যাবশ্যক উপাদান। আশা করি বাবুল যা করেছে ভেবেচিন্তেই করেছে।

 ভোট পরবর্তী হিংসার অভিযোগে মোদীর দরবারে বঙ্গ বিজেপি! অগাস্টে রাজ্য সরকারের বিরুদ্ধে ঠাসা কর্মসূচি ঘোষণা ভোট পরবর্তী হিংসার অভিযোগে মোদীর দরবারে বঙ্গ বিজেপি! অগাস্টে রাজ্য সরকারের বিরুদ্ধে ঠাসা কর্মসূচি ঘোষণা

তবে আপাতত দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনও কড়া কথা না বললেন কয়েকদিন আগেই 'ফিটার মিস্ত্রি' বলে দিলীপকে আক্রমণ করেছিলেন তথাগত। এবং একটি টিভি চ্যানেলে গিয়ে তার উত্তরে দিলীপ ঘোষ বলেছিলেন ওঁর বয়স হয়েছে ওরকম ভুলভাল কথা বলেই থাকেন। এ নিয়ে বিশেষ কিছু বলে লাভ নেই৷ সেই একই চ্যানেলে গিয়ে দিলীপকে পাল্টা দিয়ে তথাগত বাবু বলেছিলেন ওঁর (দিলীপের) এই সব ভুলভাল কথায় মানুষ ভালোভাবে নেয়নি৷

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পরার যে পরামর্শ দিলীপ ঘোষ ভোটের আগে দিয়েছিলেন তাঁর স্পষ্ট বিরোধিতা করে তথাগত বলেছিলেন এগুলো বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ এইসব জিনিস একেবারেই মেনে নেয়নি আর তার ফলই ভোটবাক্সে ভুগতে হয়েছে বিজেপি-কে৷ তবে এবারে আর দিলীপকে আক্রমণের রাস্তায় হাঁটলেন না তথাগত বাবু।

English summary
Tathagata said that Dilip Ghosh's comment on Babul was not correct
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X