For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব্যসাচী দত্তের তৃণমূলে ফিরে গিয়ে মমতা স্তুতি নিয়ে কৈলাশ-দিলীপকে তোপ তথাগতর

সব্যসাচী দত্তের তৃণমূলে ফিরে গিয়ে মমতা স্তুতি নিয়ে কৈলাশ-দিলীপকে তোপ তথাগতর

  • |
Google Oneindia Bengali News

২রা মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে না পারা থেকেই দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়দের নিশানা করে আসছেন পদ্মব্রিগেডেরই প্রবীন নেতা তথাগত রায়৷ মঙ্গলবার ফেসবুকে পরপর পোস্টে আবারও কৈলাশ, দিলীপদের তোপ দাগলেন তথাগত। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল নেতা ও বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ তিনি বিজেপির টিকিটে নির্বাচন লড়ে পরাজিত হন৷ এরপর আবার তৃণমূলে ফিরে বিধাননগরে নিজের ওয়ার্ড থেকেই পুরভোটে জিতেছেন সব্যসাচী। সোমবার পুরভোটের ফলপ্রকাশের পর সব্যসাচী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছিলেন, 'মেয়র আসলে একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়, কে চেয়ারে বসবে সেটা বড় কথা নয়।'

সব্যসাচী দত্তের তৃণমূলে ফিরে গিয়ে মমতা স্তুতি নিয়ে কৈলাশ-দিলীপকে তোপ তথাগতর

সব্যসাচীর এই বক্তব্যকে সামনে রেখেই দিলীপ ঘোসদের কটাক্ষ করে তথাগত এদিন ফেসবুক পোস্টে লেখেন, 'সব্যসাচী দত্ত বলেছেন, "কে চেয়ারে বসবেন তা খুব বড় নয়। আমি জানি 'আসল মেয়র' মমতা বন্দ্যোপাধ্যায়"। এই সব লোকেদের নিয়ে KDSA gang ধেই ধেই করে নেচেছিল। আর ১৯৮০-র দশক থেকে পার্টি করে আসা কার্যকর্তাদের বলা হয়েছিল, আপনারা এতদিন কি করলেন! ঠিক এই ভাষাতেই। কি, আমি বানিয়ে বলছি ?'

প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই KDSA-এর K- কৈলাশ বিজয়বর্গীয়, D-দিলীপ ঘোষ, S-শিবপ্রকাশ, A-A-অরবিন্দ মেনন। যাঁরা মূলত ২০২১ বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা তৈরির পেছনে ছিলেন। তথাগত রায়ের মতে এঁরাই ভুল লোককে দলে এনে প্রার্থী করে দলকে ডুবিয়েছেন৷ তাই মাঝে মাঝেই এদের বিরুদ্ধে তোপ দাগেন এই দুটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ও প্রবীন বিজেপি নেতা তথাগত।

দিলীপ ঘোষ ও কৈলাশদের নিশানা করার আগে রবিবার বাবুল সুপ্রিয়কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তথাগত। সেখানে বাবুলের দল বদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া তারপর পদ না পাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন তথাগত৷ সম্প্রতি দুটি সোশ্যাল মিডিয়া পোস্টে বাবুলকে খোঁচা দিয়ে তথাগত লেখেন, 'আমার একটু দুঃখই হচ্ছে, ছেলেটাকে আমি ভালোবাসতাম, ওর বাড়িতে গিয়েছে, খেয়েছি। ওর বাবার সঙ্গে গল্প করেছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়। রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা একবার যদি আমাকে জিজ্ঞেস করত! বাবুলের চেহারার মধ্যেই অসম্ভব মানসিক ক্লেশ ফুটে বেরোচ্ছে।

English summary
Tathagata Roy target Kailash Vijaybargi and Dilip Ghosh in Twitter on Sabyasachi Dutta issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X