For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে জেতানো অসম্ভব! বিজেপিতে পিকের মাইনে করা কর্মী, ফের বিস্ফোরক তথাগত রায়

বিজেপিকে জেতানো অসম্ভব! বিজেপিতে পিকের মাইনে করা কর্মী, ফের বিস্ফোরক তথাগত রায়

  • |
Google Oneindia Bengali News

তথাগত রায় এর আগে তোপ দেগেছিলেন দলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে। এবার নিচুতলার কেউ কেউ তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করলেন তথাগত রায় (Tarhagata Roy)। তাঁরা ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মাইনে করা লোক বলেও মন্তব্য করেছেন তিনি। এক একনিষ্ঠ বিজেপি সমর্থক তাঁকে একথা জানিয়েছেন বলেও দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

সংসদের কাজ নিয়ে কটাক্ষ

সংসদের কাজ নিয়ে কটাক্ষ

এদিন এক টুইটে তথাগত রায় বলেছেন, সংসদের রাজ্য সভাকে বলা হয় 'House of Elders'। এখানে প্রবীণ, বিচক্ষণ মানুষেরা বসবেন, যথোচিত গাম্ভীর্যের সঙ্গে বিতর্ক করবেন, এটাই প্রত্যাশিত। সে জায়গায় আমরা দেখছি জনৈক হাতুড়ে মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিচ্ছেন, মহিলারা তান্ডব নৃত্য করছেন। ঘৃণায় মন ভরে যায়।

 বিজেপিতে রয়েছে পিকের মাইনে করা লোক

বিজেপিতে রয়েছে পিকের মাইনে করা লোক

এদিন তথাগত রায় অভিযোগ করেছেন, বিজেপির নিচু তলায় পিকের মাইনে করা লোক রয়েছে। একনিষ্ট বিজেপি সমর্থকের কাছ থেকে বলে উল্লেখ করে তথাগত রায় বলেছেন, সেই সমর্থকের পাশের গ্রামে একজন বলেছেন, ২০২১-এর বিধানসভা ভোটের আগে পিকের টিম ফোন করেছিল। তাঁকে ফোন করে বলা হয়েছিল ১২০০০ টাকা মাইনে দেওয়া হবে। কাজ হল বিজেপিতে যোগদান করে তৃণমূলের হয়ে কাজ করতে হবে। সেই তথ্য তুলে ধরেই তথাগত রায় ওই সমর্থকের বয়ানে বলছেন, বিজেপির নিচুতলায় এরকম অনেক পিকের মাইনে করা লোক রয়েছে। যতদিন না এঁদের চিহ্নিত করা যাবে, ততদিন বিজেপিকে জেতানো অসম্ভব।

 কলকাতা পুরনির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে প্রশংসা করেছিলেন

কলকাতা পুরনির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে প্রশংসা করেছিলেন

সোমবার কলকাতা পুরনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে পুরনো কর্মীদের। যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তথাগত রায় একজনের টুইট রিটুইট করেছে। সেখানে বলা হয়েছে তথাগত রায়ের অভিযোগ সত্যি প্রমাইত হয়েছে। 'BJP কে শূন্য থেকে দাড় করাতে যারা জীবনের বহুমূল্য সময় দান করেছেন, তাদের ঘরের বাইরে রেখে কোথাকার মধ্যপ্রদেশের স্ট্রিট ফাইটার দিয়ে পঃ বঙ্গের ভোট যুদ্ধের ম্যাপ বানাতে গিয়ে বাঙ্গালী জাতির বারোটা বাজানো হয়েছে।' ( বানান ও টুইট অপরিবর্তিত রাখা হয়েছে)

ত্রিপুরায় পুর নির্বাচনের ফল প্রকাশের পরেও বার্তা

ত্রিপুরায় পুর নির্বাচনের ফল প্রকাশের পরেও বার্তা

রবিবার ত্রিপুরায় পুর ও নগর পঞ্চায়েতের নির্বাচনের ফল প্রকাশের পরে টুইট করে তথাগত রায় বলেছিলেন, ত্রিপুরায় তৃণমূলের এই পরিণতি বাংলায় বিজেপির হারের প্রতিফলন। অর্থাৎ বাংলায় যে কারণে বিজেপির হার হয়েছে, ত্রিপুরাতেও তৃণমূলের হার সেকারণেই হয়েছে। বহিরাগত নেতাদের দিয়ে কোনওভাবেই নির্বাচনে জেতা সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি আরও বলেছিলেন, রাজ্যের বাইরের নেতারা মানুষের আবেগ বোঝে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Tathagata Roy alleges there are monetary connections between lower level BJP workers and PK's men.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X