For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-বান্ধব কৈলাশকেও তৃণমূলে নিন মমতা, টুইট-বাণে কী বার্তা হানলেন তথাগত

মুকুল-বান্ধব কৈলাশকেও তৃণমূলে নিন মমতা, টুইট-বাণে কী বার্তা হানলেন তথাগত

Google Oneindia Bengali News

মুকুল রায় বিজেপিতে গিয়ে 'বন্ধু' পেয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়কে। কিন্তু এখন তিনি তৃণমূলে। মুকুলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর কৈলাশকে নিয়ে তৎপর্যপূর্ণ টুইট করেছেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়। তিনি এক সমর্থকরে টুইট ট্রানস্লেট করে কৈলাশকে দলে নেওয়ার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

শোভনের আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও অটুট, রত্নাকে নিশানাতেও জল্পনাশোভনের আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও অটুট, রত্নাকে নিশানাতেও জল্পনা

বন্ধু বিচ্ছেদে একা কৈলাশকে তৃণমূলে নিতে মমতাকে আর্জি

বন্ধু বিচ্ছেদে একা কৈলাশকে তৃণমূলে নিতে মমতাকে আর্জি

তথাগত রায়ের আর্জি, মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর আকস্মিক বন্ধু বিচ্ছেদে একা হয়ে পড়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। দয়া করে তাঁকে তৃণমূলে নিন। বাংলার একনিষ্ঠ এক বিজেপি সমর্থক একটি টুইট করেছেন। সেই সমর্থকের টুইটটিকে ইংরেজি অনুবাদ করে আর্জি রাখেন তথাগত রায়।

কৈলাশ বিজয়বর্গীয়কে বিজেপি ছেড়ে দেওয়ার নিদান ঘুরিয়ে

কৈলাশ বিজয়বর্গীয়কে বিজেপি ছেড়ে দেওয়ার নিদান ঘুরিয়ে

তথাগত রায় ঘুরিয়ে কৈলাশ বিজয়বর্গীয়কে বিজেপি ছেড়ে দেওয়ার নিদান দিলেন। একজন সমর্থকের করা টুইটে তিনি যেভাবে গুরুত্ব দিয়ে রিটুইট করেছেন, তাতে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে। কৈলাশের নেতৃত্ব যে তিনি মানতে পারেননি, তা ফুটে উঠেছে তাঁর এই টুইট-অনুবাদ আর রিটুইটে।

টুইটে কৈলাশকে ‘স্টুপিড ক্যাট’ বা ভোদা বেড়াল বলে উল্লেখ

টুইটে কৈলাশকে ‘স্টুপিড ক্যাট’ বা ভোদা বেড়াল বলে উল্লেখ

বাংলার পরিবর্তন আনতে বিজেপির কেন্দ্রীয় নেতারা কৈলাশ বিজয়বর্গীয়কে পর্যবেক্ষক করে পাঠিয়েছিলেন। তাঁকেই এদিন টুইটে 'স্টুপিড ক্যাট' বলে উল্লেখ করেছেন। আর মমতাকে আন্টি বা বুয়াজি সম্বোধনে আর্জি জানিয়েছেন মুকুল রায়ের সঙ্গে কৈলাশ বিজয়বর্গীয়কেও দলে নিতে।

‘ভোদা বেড়াল’কেও দলে নিন, পিসিকে অনুরোধ বিজেপি সমর্থকের

দিবাকর দেবনাথ নামে জনৈক এক টুইটার ব্যবহারকারী মুকুল-কৈলাশের একটা ছবি দিয়ে একটি বিশেষ বার্তা প্রকাশ করেন। তিনি লেখেন- মুকুল ও কৈলাশ সব সময় নিজেদের মধ্যে গুজ-গুজ, ফিস-ফিস করতেন। মুকুল তৃণমূলে ফিরে যাওয়ার পর এখন হতাশ কৈলাশ। মমতা পিসির কাছে অনুরোধ, 'ভোদা বেড়াল'কেও দলে নিন।

তথাগতের টুইট বর্ষণ অব্যাহত বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও

তথাগতের টুইট বর্ষণ অব্যাহত বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও

এর আগেও কৈলাশ বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন আর দিলীপ ঘোষের নেতৃত্বহ নিয়ে আঙুল তুলেছিলেন তথাগত রায়। টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেখানে লিখিছিলেন কে এস এ ডি সংক্ষিপ্ত নাম। এবারেও তিনি কৈলাশের নামোল্লেখ করেননি। বিজেপিতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন হওয়ার পরও সমানে চলছে কোন্দল। এর আগে কেন্দ্রীয় নেতৃত্ব তলবও করেছিল তথাগত রায়কে। তবু থামেনি টুইট-বর্ষণ।

English summary
Tathagata Roy gives message to Kailash Vijayvargiya to leave BJP after Mukul Roy gone in TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X