For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী পদে চাই তথাগত রায়কে! বিজেপির দাবি উড়িয়ে ফেসবুক পেজ, বাড়ল জল্পনা

বঙ্গে বিজেপির পর্যবেক্ষক সাফ জানিয়ে দিয়েছেন ২০২১ বিধানসভা নির্বাচনে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকবে না। নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়বে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

বঙ্গে বিজেপির পর্যবেক্ষক সাফ জানিয়ে দিয়েছেন ২০২১ বিধানসভা নির্বাচনে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকবে না। নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলায় লড়বে বিজেপি। বাংলায় ফিরে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তথাগত রায়। তা সত্ত্বেও 'তথাগত রায় ফর সিএম' নামে ফেসবুকে একটি পেজ খোলা হল।

তথাগত রায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!

তথাগত রায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!

রাজনৈতিক মহলের একাংশ বলছে এই পেজ খুলেছেন তথাগত রায়ের অনুগামীরাই। তথাগত রায় সাংবিধানিক শীর্ষ পদ ছেড়ে বাংলার রাজনীতিতে সক্রিয় হয়েও ওঠার বার্তা দিয়েছিলেন। একইসঙ্গে তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার। তারপরই বাংলার রাজনীতিতে নতুন এক জল্পনা তৈরি হয়েছিল।

তথাগত রায় ফর সিএম, ফেসবুক পেজে জল্পনা

তথাগত রায় ফর সিএম, ফেসবুক পেজে জল্পনা

যদিও সেই বিতর্কের অবসান ঘটেছে কৈলাশ বিজয়বর্গীয়র বার্তায়। এবং দলের সেই সিদ্ধান্ত শিরোধার্য করেছেন সমস্ত শীর্ষ নেতারাই। তারপরও ফেসবুকে এই ধরনের পেজ খোলা পুনরায় জল্পনার পারদ বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি তথাগত রায় মুখ্যমন্ত্রীর কুর্সিকে লক্ষ্য করে বসে আছেন।

বিজেপিকে জেতানোই মুখ্য উদ্দেশ্য, জল্পনা

বিজেপিকে জেতানোই মুখ্য উদ্দেশ্য, জল্পনা

তিনি জানিয়েছেন, বিজেপিকে জেতানোই তাঁর মুখ্য উদ্দেশ্য। বাংলায় বিজেপির শাসন আনতে হবে। তবে বাংলা রক্ষা পাবে। কিন্তু তথাগতের অনুগামীরা যদি এই পেজ খোলেন, তবে কি সেখানে তথাগতের কোনও সায় থাকবে না। তথাগতের বাংলার রাজনীতির মুখ হয়ে ওঠার বার্তার পরই কিন্তু জল্পনা চলছে সমানে।

তথাগতের ইচ্ছাকে স্বাগত জানিয়েছিলেন রাহুল

তথাগতের ইচ্ছাকে স্বাগত জানিয়েছিলেন রাহুল

প্রথমেই তথাগতের ইচ্ছাকে স্বাগত জানিয়েছিলেন রাহুল সিনহা। উভয়েই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছিলেন। রাহুল শুধু সমর্থন জানিয়েই ক্ষান্ত হননি, তথাগত বাংলায় ফিরতেই বিমানবন্দরে তাঁকে স্বাত জানিয়েছেন। ফেস্টুন, ফ্লেক্স, কার্টুন নিয়ে তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। দিলীপ বিরোধী নেতা-কর্মীরা তাঁর দিকে ঝুঁকেছেন।

কৈলাশ-মুকুলের সঙ্গে সাক্ষাৎ তথাগতর

কৈলাশ-মুকুলের সঙ্গে সাক্ষাৎ তথাগতর

এরপর সোমবার কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথাগত রায়। তারপর তিনি টুইটে দাবি করেছেন, অর্থ-প্রতিপত্তি তিনি অনেক পেয়েছেন। এবার চান বাংলার হিন্দুদের বাঁচাতে। সেজন্যই ২০২১-এ বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। সেটাই তাঁর এক ও একমাত্র লক্ষ্য।

কৈলাশের বার্তার পরও তথাগত রায় ফর সিএম

কৈলাশের বার্তার পরও তথাগত রায় ফর সিএম

সোমবার রাতেই ওই ফেসবুক পেজটি তৈরি হয়েছে। কৈলাশের বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গ বিজেপিতে এমন এক অস্বস্তিকর অবস্থান পড়তে হয়েঠছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই পেজে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা তথা বিজেপির আইকন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ছবি হোম পেজে পোস্ট করা হয়েছিল।

English summary
‘Tathagata Roy for CM’- the facebook page increases speculation in BJP after Kailash Vijavargiya’s message.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X