For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে 'রক্তপাত' ঘটাতে চাইছেন দিলীপ! দল ছাড়ার কথায় মোক্ষম জবাব তথাগতের

বিজেপির প্রাক্তর রাজ্য সভাপতি তথাগত রায় সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়ে রাজ্যপালের দায়িত্ব সামলে এসেছেন একাধিক রাজ্যে। সেখান থেকে একুশের নির্বাচনের আগে ফের সক্রিয় রাজনীতিতে ফিরে বিজেপিতে ব্রাত্যের দলে পড়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির প্রাক্তর রাজ্য সভাপতি তথাগত রায় সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়ে রাজ্যপালের দায়িত্ব সামলে এসেছেন একাধিক রাজ্যে। সেখান থেকে একুশের নির্বাচনের আগে ফের সক্রিয় রাজনীতিতে ফিরে বিজেপিতে ব্রাত্যের দলে পড়েছেন। সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে এখন বিজেপি ছাড়ার পরামর্শ দিয়েছেন। তার পাল্টা দিতে অবশ্য ভুললেন না তথাগত রায়।

টুইট করে দিলীপ ঘোষকে জবাব তথাগত রায়ের

তথাগত রায় পাল্টা টুইট করে দিলীপ ঘোষকে জবাব দেন। তিনি লেখেন- জয় ব্যানার্জি বিজেপি ছেড়েছেন। এই ক্রমাগত রক্তপাত পশ্চিমবঙ্গে বিজেপির জন্য শুভ নয়। দলে লজ্জিত মনে করলে দিলীপ ঘোষ আমাকে বিজেপি ছাড়ার পরামর্শ দেন। আমি তাঁকে সিরিয়াসলি নিই না। আমি এখন বিজেপির একজন সাধারণ সদস্য। তবে আমি বিজেপিতেই থাকব এবং পার্টিকে ঠিক রাখার চেষ্টা করব। যতক্ষণ না...

দিলীপ ঘোষকেই নিশানা তথাগত রায়ের

দিলীপ ঘোষকেই নিশানা তথাগত রায়ের

তথাগত রায় অসম্পূর্ণ টুইট করেছেন। যতক্ষণ না...কথার মাধ্যমে তিনি দিলীপ ঘোষকেই ইঙ্গিত করেছেন। কেননা তথাগত রায় আগে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশকে একই বন্ধনীতে রেখে বারবার নিশানা করছেন। তাঁর নিশানার বারবার উঠে এসেছে বঙ্গ বিজেপিকে রসাতলে পাঠিয়েছে এই চার মূর্তি। দিলীপ ঘোষের যোগ্যতা নিয়েও তিনি একাধিকবার প্রশ্ন তোলেন।

লজ্জা না পেয়ে দল ছাড়ুন, তথাগতকে খোঁচা দিলীপের

লজ্জা না পেয়ে দল ছাড়ুন, তথাগতকে খোঁচা দিলীপের

রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়ের উদ্দেশে আর এক প্রাক্তনী দিলীপ ঘোষ বলেন, লজ্জা না পেয়ে দল ছাড়ুন। রাজ্যে দলের পরিস্থিতির জন্য সরাসরি নাম না করে দিলীপ ঘোষ-সহ একাধিক কেন্দ্রীয় নেতাকে নিশানা করে তথাগত রায় বলেছিলেন, এঁদের জন্য লজ্জা হয়। তার পাল্টা তথাগত রায়কে পরামর্শ দান করেন দিলীপ ঘোষ।

কতদিন আর লজ্জা পাবেন, দিলীপ-বার্তা

কতদিন আর লজ্জা পাবেন, দিলীপ-বার্তা

দিলীপ ঘোষ বলেন, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল যাঁদেরকে সব থেকে বেশি দিয়েছে, তাঁরাই দলের সব থেকে বেশি ক্ষতি করে চলেছে। এটা বিজেপির দুর্ভাগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, তথাগত রায় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। তখন বিজেপি সেভাবে হালে পানি পায়নি বাংলায়। পরবর্তী সময়ে তিনি রাজ্যপাল হয়ে পাঁচবছর ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলান।

সুর করে দিদি-দিদি নাকি বারমুডা রাজনীতিতে ক্ষতি

দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সরব হন তথাগত রায়। কয়েকদিন আগে তথাগত রায় সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন- সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। উল্লেখ্য, বাংলায় এসে দিদি-দিদি ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বারমুডার কথা বলেছিলেন দিলীপ ঘোষ।

আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই

তথাগত রায়ের নিশানায় দিলীপ ঘোষের বিদ্ধ হওয়া এখানেই শেষ ছিল না। তিনি আরও লিখেছিলেন, দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কী করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।

English summary
Tathagata Roy counters Dilip Ghosh about controversy of BJP’s broken and leaving party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X