For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ২০২৪-এর নির্বাচনে বাংলায় আরও বেশি আসনে জয়! 'সহজ' ও 'কঠিন' আসনের তালিকা তৈরি বিজেপির

লক্ষ্য ২০২৪-এর নির্বাচনে বাংলায় আরও বেশি আসনে জয়! 'সহজ' ও 'কঠিন' আসনের তালিকা তৈরি বিজেপির

  • |
Google Oneindia Bengali News

গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৮ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। ২০২৪-এ বিজেপির লক্ষ্য আরও বেশি আসনে জয়। সেই দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। কঠিন আসনের পাশাপাশি সহজ আসনের তালিকা তৈরি করে দায়িত্ব বন্টনের পরে কাজ শুরু করে দিয়েছেন নেতারা।

সফর শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা

সফর শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা

২০১৪ ও ২০১৯-এ দুবার টানা বিজেপির সরকার এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। ২০২৪-এও জয়ের লক্ষ্যে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা সফর শুরু করেছেন। লোকসভা নির্বাচনে প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল পাতিল। ছদিনের সফরে তিনি বেশ কয়েকটি জেলায় যাবেন এবং একাধিক আসন নিয়ে বৈঠক করবেন।

চার আশনের নজরদারিতে কেন্দ্রীয় মন্ত্রী কপিল পাতিল

চার আশনের নজরদারিতে কেন্দ্রীয় মন্ত্রী কপিল পাতিল

কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল পাতিল উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ লোকসভা আসনে দলের প্রস্তুতি খতিয়ে দেখবেন। তারপর তিনি যাবে কৃষ্ণনগরে। সেখানে তিনি নদিয়ার এই গুরুত্বপূর্ণ আসনে দলের প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। এছাড়াও আসনসোল এবং বোলপুর আসন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সহজ ও কঠিন আসনের তালিকা তৈরি

সহজ ও কঠিন আসনের তালিকা তৈরি

২০১৯-এর নির্বাচনে বিজেপি রাজ্যে ১৮ টি আসনে জয় পায়। ২০২৪-এর নির্বাচনে এর মধ্যে থেকে বেশ কয়েকটি যেমন হারানোর বিষয়টি যেমন স্বাভাবিক আবার নতুন আসন যুক্ত হওয়াও অস্বাভাবিক কিছু নয়। সেই লক্ষ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জয়ের ক্ষেত্রে কঠিন এবং সহজ আসনের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। ২০১৯-এর নির্বাচনে ১৮ টি আসনে জয় পেয়েছিল বিজেপি অর্থাৎ রাজ্যে ২৮ আসন অধরা থেকে গিয়েছিল গেরুয়া শিবিরের। সেইসবের মধ্যে থেকেই কঠিন ও সহজ আসনগুলিকে বাছা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কঠিন আসনের মধ্যে ফেলা হয়েছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর আসন। এছাড়াও সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট। আবার সহজ আসনের তালিকায় রয়েছে কাঁথি, মালদহ দক্ষিণ এবং কৃষ্ণনগরের মতো আসন।

 সহজ আসনগুলির পরিস্থিতি

সহজ আসনগুলির পরিস্থিতি

বিজেপির তরফে সহজ আসনগুলির যে তালিকা তৈরি করা তার মধ্যে গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী হেরেছিলেন মাত্র ৮২২২ ভোটে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই লোকসভার অধীন চারটি বিধানসভা এলাকায় বিজেপি এগিয়ে থাকাতেই আসনটিকে সহজ বলে মনে করছে গেরুয়া শিবির। এছাড়াও ২০১৯-এ জয় না পেলেও সহজের তালিকায় রয়েছে কৃষ্ণনগর আসন। কেননা ১৯৯৯-এর লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয় পেয়েছিলেন বিজেপির সত্যব্রত মুখোপাধ্যায়। সেই সময় বিজেপির সঙ্গী ছিল তৃণমূল। আর ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির কল্যাণ চৌবে হেরেছিলেন ৬৩ হাজারের সামান্য কিছু বেশি ভোটে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপি বড় ব্যবধানে জয় পেলেও ছটি আসনে পরাজিত হয়েছিল। সব দিক বিচার পরেই এই দুই আসনে জয় আসতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। সেরকমই হতে পারে আসানসোল ও বোলপুরেও।

'যতক্ষণ না কাঁপুনি ধরছে ততক্ষণ সোয়েটার পরব না', কেন এই সিদ্ধান্ত ব্যাখ্যা করলেন রাহুল গান্ধী'যতক্ষণ না কাঁপুনি ধরছে ততক্ষণ সোয়েটার পরব না', কেন এই সিদ্ধান্ত ব্যাখ্যা করলেন রাহুল গান্ধী

English summary
Targeting more seats in 2024 Loksabha election BJP has started their work on West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X