For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভক্তদের ভিড় তারাপীঠে, পুজোয় নিবেদন বলির পাঁঠার মাংস

শক্তির আরাধনায় ভক্তদের ভিড় তারাপীঠে। প্রতিবছরের মতো এবছরেও দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ভিড় জমিয়েছেন। আকর্ষণের কেন্দ্রে রয়েছে তারাপীঠের শ্মশানও। কিন্তু নানা রহস্যও রয়েছে এই তারাপীঠকে ঘিরে।

  • |
Google Oneindia Bengali News

শক্তির আরাধনায় ভক্তদের ভিড় তারাপীঠে। প্রতিবছরের মতো এবছরেও দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ভিড় জমিয়েছেন। আকর্ষণের কেন্দ্রে রয়েছে তারাপীঠের শ্মশানও। ৫১ পীঠের অন্তর্ভুক্ত না হলেও নানা রহস্যও রয়েছে এই তারাপীঠকে ঘিরে।

[আরও পড়ুন:অদ্ভুত মিল দুই চণ্ডীতলার, মেলাইচণ্ডী-মাকড়চণ্ডী মন্দির ঘিরে কালী আরাধনায় মাতে ভক্তকুল][আরও পড়ুন:অদ্ভুত মিল দুই চণ্ডীতলার, মেলাইচণ্ডী-মাকড়চণ্ডী মন্দির ঘিরে কালী আরাধনায় মাতে ভক্তকুল]

১

তারাপীঠ এক মহিশক্তির কেন্দ্র। ধার্মিকদের কাছে প্রচলিত যে, সতীর তৃতীয় নয়ন এখানে পড়েছিল। যদিও এর সমর্থনে কিছুই পাওয়া যায়নি।

২

তারাপীঠ মন্দিরের স্থাপত্যে বিশেষ করে মন্দিরের চালায় বাংলার নিজস্ব স্থাপত্যভাবনার ছাপ রয়েছে।

৩

মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক রূপে ধরা হয়। এই মূর্তিই ঘরে ঘরে পুজো করা হয়।

৪

তারাপীঠের শ্মশানও বিখ্যাত। অনেক জায়গা থেকেই শাক্ত সাধকরা শ্মশানের কাজ সমাধা করতে তারাপীঠ যান।

৫

প্রাচীনকাল থেকে বহু সাধক তারাপীঠে গিয়েছেন এবং সিদ্ধিলাভ করেছেন। তাই সিদ্ধপীঠ নামেও পরিচিত তারাপীঠ।

৬

তারাপীঠের অন্যতম প্রধান আকর্ষণ বামাক্ষ্যাপা। ভাল নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরেই রয়েছে বাংলার তন্ত্রচর্চার একটি বড় অধ্যায়।

৭

বজ্রযানী বৌদ্ধ ধর্মে দেবী তারা-র উল্লেখ রয়েছে। যেখানে দেবীর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ স্থানে।

৮

তারাপীঠের পাশেই দ্বারকা নদ। মজে গেলেও দ্বারকার পুরনো জলধারা ফেরানোর চেষ্টা চলছে। জানা যায়, দ্বারকার জলধারা ছিল উত্তরবাহিনী। যার আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।

কালীপুজোর দিন মাকে দেওয়া হয় রাজকীয় ভোগ। সকালে দেবীকে তিনরকমের অন্নভোগ দেওয়া হয়। পোলাও, খিচুড়ি এবং সাদা অন্ন। সঙ্গে থাকে ৫ রকমের ভাজা, তিনরকমের তরকারি, বিভিন্ন মাছের ভোগ। তান্ত্রিক মতে বলির পাঁঠার মাংস, কারণ বারি সহযোগে নিবেদিত হয়।

বংশপরম্পরায় তারাপীঠের মন্দিরের ভোগ রান্না করেন ময়ূরেশ্বরের দক্ষিণগ্রামের কয়েকটি পরিবার। ভোর থেকে দুপুরের ভোগ রান্না শুরু হয়, দুপুরের পর শুরু হয় রাতের ভোগ রান্না।

English summary
Tarapith is a small town near rampurhat in Birbhum district, known for its tantric temple and its adjoining cremation grounds where sadhana are performed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X