For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসক-নার্স-সাফাইকর্মীদের সংবর্ধনা দিল টাকি পৌরসভা

চিকিৎসক-নার্স-সাফাইকর্মীদের সংবর্ধনা দিল টাকি পৌরসভা

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে যখন প্রত্যেকেই আমরা নিজেদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করেছি তখনও কিন্তু 'ওরা' ওদের কর্তব্যে অবিচল। করনা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি চিকিৎসক-নার্স- সাফাইকর্মীরা সমাজ তথা দেশকে ভাইরাস মুক্ত রাখতে অবিরাম লড়ে চলেছেন। তাই এদের উৎসাহিত করতে এবং সন্মান জানাতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগণার টাকি পৌরসভা। উপপৌরপ্রধান আজিজুল ইসলাম গাজী ও জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল উদ্যোগে টাকি হাসপাতাল ও পুরসভায় এই অভিনব কর্মসূচি নেওয়া হয়।

চিকিৎসক-নার্স-সাফাইকর্মীদের সংবর্ধনা দিল টাকি পৌরসভা

চিকিৎসক নার্সরা যেমন অসুস্থ মানুষের সেবায় ব্রতী থাকে তেমনই সাফাই কর্মীরা বাড়ির আবর্জনা নেওয়া থেকে পাড়ায় কীটনাশক ছড়ানো সব দায়িত্বই নির্লিপ্ত ভাবে পালন করে যাচ্ছেন প্রতিদিন। এই মুহূর্তে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা চিকিৎসক এবং নার্সরা যদি ভগবানতুল্য হয় তাহলে কিন্তু সাফাই কর্মীরাও কিন্তু তার থেকে কোনও অংশে কম নয়। আর তাই সমাজের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যারা, অর্থাৎ সাফাই কর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল টাকি পুরসভা। ফুলের পাশাপাশি মাস্ক, মিষ্টি ও ডেটলের হ্যান্ডওয়াশ দেওয়া হয় চিকিৎসক নার্স ও সাফাই কর্মীদের।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকি গ্রামীণ হাসপাতাল সুপার ডাক্তার শেখ শাহিন সহ চিকিৎসক-নার্স ও সাফাইকর্মীরা। ছিলেন টাকির উপপৌরপ্রধান আজিজুল ইসলাম গাজী ও জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, শিক্ষক তুষার মণ্ডল সহ অন্যান্যরা।
এছাড়াও পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের দুস্থ মানুষের চল
এই সংবর্ধনা পেয়ে রীতিমত আমরা আবেগাপ্লুত হাসপাতালকর্মীরা। হাসপাতাল সুপার জানান, শুধু আমরাই নই প্রত্যেকটি মানুষ নিজের নিজের জায়গা থেকে লড়াইয়ে সামিল। কুছ পরোয়া নেই এ লড়াই আমাদের জিতবোই।

আজিজুল ইসলাম গাজী ও জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল জানান, যেভাবে করোনা মোকাবেলায় সমাজের মূল কাঠামো দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা যে লড়াই করছেন। সেই লড়াইয়ের পাশে আমরা যেমন আছি। কিন্তু উনাদের অবদান ভুলবার মত নয়। জীবনকে বাজি রেখে প্রতিটা মুহূর্তে লড়াই করছেন। তাই আমাদের সামান্যতম ফুল মিষ্টি স্যানিটাইজার ও মাক্স দিয়ে উনাদের একটু সংবর্ধিত করলাম এই যত্সামান্য ওনাদের কাছে কিছু হয়তো কিছু না। কিন্তু আরো বেশি উনারা উৎসাহিত হবেন।

English summary
taki municipalty felicitates healthworkers fighting coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X