For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার প্রথম দিন থেকেই শুরু হয়েছে সন্ত্রাস। পরিস্থিতি এতটাই জটিল আকার নিয়েছে এখন রোজ রোজ চলছে পঞ্চায়েত নিয়ে তরজা।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার প্রথম দিন থেকেই শুরু হয়েছে সন্ত্রাস। পরিস্থিতি এতটাই জটিল আকার নিয়েছে এখন রোজ রোজ চলছে পঞ্চায়েত নিয়ে তরজা। বলতে গেলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে গোল চক্কর চলছে রাজ্য নির্বাচন কমিশন ও হাইকোর্টের চোহদ্দির মধ্যে। মাঝে মাঝে এই তরজার চাকা গড়াচ্ছে নয়াদিল্লিতেও। ২৩ এপ্রিল শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়া। দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেস-সহ বাকি রাজনৈতিক দলগুলি কে কত সংখ্যক মনোনয়ন জমা করতে পারল।

শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা

পঞ্চায়েত মনোনয়ন জমায় সবচেয়ে করুণ দশা কংগ্রেসের। মনোনয়ন জমায় টিএমসি, বিজেপি ও সিপিএম-র পিছনে রয়েছে তারা। এমনকী গ্রাম পঞ্চায়েতেও কংগ্রেস ১০,০০০ মনোনয়ন জমা করতে পারেনি। প্রথমে দেখে নেওয়া যাক পঞ্চায়েত সমিতির ছবিটা-

শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা

প্রথম দফার মনোনয়নে তৃণমূল কংগ্রেস ১২৬২১টি মনোনয়ন জমা করেছিল। ২৩ এপ্রিল বর্ধিত এক দিনে আরও ২৩৯টি মনোনয়ন জমা করতে সমর্থ হয়। সবমিলিয়ে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস ১২৮৬০টি মনোনয়ন জমা করেছে। বিজেপি প্রথম দফায় ৬০১২ টি মনোনয়ন জমা করেছিল। ২৩ এপ্রিল আরও ৩৩৯টি মনোনয়ন জমা করে তারা। সবমিলিয়ে পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি ৬৩৫১টি মনোনয়ন জমা করেছে। সিপিএম ৯ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ৪২৭৪টি মনোনয়ন জমা করেছে। ২৩ এপ্রিল ২৩৫টি মনোনয়ন জমা করে তারা। সবমিলিয়ে ৪৫০৯টি মনোনয়ন জমা করেছে সিপিএম। কংগ্রেস প্রথম দফায় ১৬৪৪টি মনোনয়ন জমা করে। ২৩ এপ্রিল ১৬৩টি মনোনয়ন জমা করে। পঞ্চায়েত সমিতির নির্বাচনে কংগ্রেস মোট ১৮০৭টি মনোনয়ন জমা করতে সমর্থ হয়েছে।

শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা

গ্রাম পঞ্চায়েতে রাজ্যে রয়েছে মোট ৪৮,৬৫০টি আসন। তৃণমূল প্রথম দফায় এইখানে ৫৯০৭৩টি মনোনয়ন জমা করে। ২৩ এপ্রিল আরও ৬৬৩টি মনোনয়ন জমা করে তৃণমূল। সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৫৯৭৩৬টি মনোনয়ন জমা করেছে। বিজেপি প্রথম দফায় ২৭৬১৯টি মনোনয়ন জমা করে। ২৩ এপ্রিল আরও ১০৭৭টি মনোনয়ন জমা করে তারা। তাদের জমা করা মোট মনোনয়নের সংখ্য়া ২৮৬৯৬। সিপিএম প্রথম দফায় ১৭১৪৫টি মনোনয়ন জমা করে। ২৩ এপ্রিল আরও ৭৫৯টি মনোনয়ন জমা করে তারা। মোট ১৭৯০৪টি মনোনয়ন জমা করেছে সিপিএম। কংগ্রেস প্রথম দফায় ৭১৮২টি মনোনয়ন জমা করেছিল। ২৩ এপ্রিল আরও ৪৬৭টি মনোনয়ন জমা করে। মোট ৭৬৪৯টি মনোনয়ন জমা করেছে কংগ্রেস।

শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা

জেলা পরিষদের মোট আসন সংখ্য়া ৮২৫। তৃণমূল কংগ্রেস প্রথম দফায় ১০৬০টি মনোনয়ন জমা দিয়েছিল। ২৩ এপ্রিল আরও ২৫টি মনোনয়ন জমা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি প্রথম দফায় ৭৬১টি মনোনয়ন জমা করেছিল। ২৩ এপ্রিল আরও ৭১টি মনোনয়ন জমা করে। সবমিলিয়ে বিজেপি জেলা পরিষদে ৮৩২টি মনোনয়ন জমা করেছে। সিপিএম প্রথম দফায় ৫৪৬টি মনোনয়ন জমা করেছিল। ২৩ এপ্রিল আরও ২২টি মনোনয়ন জমা করে। মোট ৫৬৮টি মনোনয়ন জমা করেছে সিপিএম। কংগ্রেস প্রথম দফায় ৩৭৭টি মনোনয়ন জমা করেছিল। ২৩ এপ্রিল আরও ৫৩টি মনোনয়ন জমা করে। মোট ৪৩০টি মনোনয়ন জমা করে কংগ্রেস।

English summary
violence erupts in on going Panchayat Election process. BJP, Congress, CPM along with others parties are complaining TMC indulging the unprecedented violence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X