For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন যদি দোষী হয় শাস্তি দিক, জামিন না দিয়ে আটকে রাখা কেন? প্রশ্ন ছুঁড়লেন মমতা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, মার্চ ৫ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছে গতকালই। গতকালই তড়িঘড়ি তৃণমূলের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকার সবচেয়ে বড় চমক সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা মদন মিত্র। জেল থেকেই ভোটে এবার লড়ছেন তিনি। মদনের ভোটে লড়া নিয়ে বলতে গিয়েই দিদিমণি প্রশ্ন ছুঁড়ে দেন। যদি মদন দোষী হয়, তাহলে ওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন, জামিন না দিয়ে বছরভর আটকে রাখার মানেটি কী?

শুক্রবার একটি প্রথম সারির বাংলা সংবাদ চ্যানেলকে সাক্ষাৎকার দেন মুখ্যন্ত্রী। অনুষ্ঠানে মদনের জেল থেকে ভোটে লড়ার বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, "মদনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করুক না ওরা। মদন যদি দোষী হয় ওর বিরুদ্ধে পদক্ষেপ নিক। দল কোনও হস্তক্ষেপ করবে না।"

মদন যদি দোষী হয় শাস্তি দিক, জামিন না দিয়ে আটকে রাখা কেন? প্রশ্ন ছুঁড়লেন মমতা

পাশাপাশি তিনি এও বলেন, "মদনকে গ্রেফতার করা হয়েছে ১৫ মাস হয়ে গেল। আমি বুঝতে পারছি না, চোর, ডাকাত এমনকী খুনিরাও জামিন পায়। মদন যদি কিছু ভুল করে থাকে তাহলে আইনের পথে ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। কেউ আটকায়নি। তা বলে জামিন না দিয়ে এভাবে হেনস্থা করা কেন?" [পশ্চিমবঙ্গে ভোট ৬ দফায়, শুরু ৪ এপ্রিল থেকে, শেষ ৫ মে, বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটগণনা ১৯ মে ]

মদন মিত্র তৃণমূলের প্রথম নেতা যিনি জেল থেকেই এবছর বিধানসভা ভোটের জন্য লড়বেন। নিজের কেন্দ্র কামারহাটি থেকে লড়ার ছাড়পত্র দলনেত্রীর থেকে পেয়েছেন মদন। তৃণমূলের প্রার্থীতালিকার প্রকাশ করতে গিয়ে মদন প্রসঙ্গে দিদি বলেন, "মদন বিধায়ক ছিল, বিধায়ক থাকবে।"

সারদা কাণ্ডে মদনের যোগ ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, "মদনের একটাই ভুল ছিল কিছু অনুষ্ঠানে যোগ দেওয়া। ও সেখানে গিয়েছিল কারণ ও আমন্ত্রিত ছিল। আমরা প্রচুর আমন্ত্রণ পাই, আমি যখন রাস্তা দিয়ে যাই বা বিমানে যাই বহু অচেনা মানুষ আমার সঙ্গে ছবি তোলে ফোনে। এবার তাদের মধ্যে কেউ যদি খারাপ মানুষ হন তাহলে আমার তো কিছু করার নেই।"

English summary
Take action if Madan Mitra is guilty, but why no bail, asks Mamta Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X