For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নের উত্তর এড়িয়ে চিঠি! শিল্প সম্মেলন নিয়ে অমিত মিত্রকে ফের ৫ প্রশ্নবাণ জগদীপ ধনখড়ের

টুইটারে অমিত মিত্রের (Amit Mitra) খোঁচার জবাব ভিডিও বার্তায় দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার রাজ্যের শিল্পোদ্যোগে পাশে থাকার বার্তা দেওয়ার পরেই মঙ্গলবার একাধিক প্রশ্ন করেছিলেন রাজ্যপাল। এরপর রা

  • |
Google Oneindia Bengali News

টুইটারে অমিত মিত্রের (Amit Mitra) খোঁচার জবাব ভিডিও বার্তায় দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার রাজ্যের শিল্পোদ্যোগে পাশে থাকার বার্তা দেওয়ার পরেই মঙ্গলবার একাধিক প্রশ্ন করেছিলেন রাজ্যপাল। এরপর রাজ্যের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তাঁর উত্তর দেন। এবার রাজ্যপাল ভিডিও বার্তায় বললেন, তাঁর চার প্রশ্নের কোনও উত্তর অমিত মিত্র দেননি।

বুধবার অমিত মিত্রের কটাক্ষ

বুধবার অমিত মিত্রের কটাক্ষ

বুধবার অমিত মিত্র টুইট করে কটাক্ষ করেন। তিনি বলেছিলেন, রাজ্যপালকে তিনি চারপাতার চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল যে আচরণ করছেন, তা ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের ক্লাসিক কেস। দিনে এক কথা বলছেন তো, রাতে এক কথা। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বলেছিলেন, ৯ নভেম্বর রাজ্যের শিল্প ও বাণিজ্য সম্মেলনকে সমর্থন করে বক্তব্য রাখেন। তিনি বলেন, সবরকমের সাহায্য তিনি করবেন। আর ২৪ ঘন্টার মধ্যে তিনি তার অবস্থান বদল করে ফেলেন। একবছর আগে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা চিঠি তিনি প্রকাশ করেছেন। রাজ্যপালের এই অবস্থান দুঃখজনক বলেও মন্তব্য করেন অমিত মিত্র।

সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন রাজ্যপাল

সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন রাজ্যপাল

রাজ্যপাল অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই অমিত মিত্রের টুইটের জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি কখনই অমিত মিত্রের কাছ থেকে এত নিচু ব্যবহার আশা করেনননি। অমিত মিত্র তাঁর পাঁচ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলেও দাবি করেছিলেন রাজ্যপাল।

 রাজ্যপালের পাঁচ ইস্যু

রাজ্যপালের পাঁচ ইস্যু

রাজ্যপাল যেসব সব প্রশ্ন রাজ্য সরকারের কাছে করেছিলেন, সেগুলি হল
১) ২০১৬ সাল থেকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (BGBS) জন্য প্রতিবছরে কত টাকা খরচ করা হয়েছে?
২) শিল্প সম্মেলন করতে কোন কোনও সংস্থার মাধ্যমে টাকা খরচ করা হয়েছিল?
৩) শিল্প সম্মেলনের আয়োজন করতে কোন কোন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে কাজে লাগানো হয়েছিল, ফিকির মাধ্যমে কি টাকা দেওয়া হয়েছিল?
৪) ২০১৬ সাল থেকে কতগুলি মৌ স্বাক্ষর হয়েছিল, বিনিয়োগ কত হয়েছে, চাকরিই বা কতজন পেয়েছেন?
5) ২০১৬ সাল থেকে শিল্প সম্মেলন করে কোন সাফল্য পেয়েছে রাজ্য সরকার, যেমন কত বিনিয়োগ হয়েছে, কত চাকরি হয়েছে?

ভিডিও বার্তায় নিশানা অমিত মিত্রকে

ভিডিও বার্তায় নিশানা অমিত মিত্রকে

রাজ্যপাল এদিন সকালে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে নিশানা করেন। তিনি বলেন, মমতা সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, তাঁকে (রাজ্যপাল) পাঠানো চারপাতার চিঠি নিজেই পড়ে বলুন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পাঁচটি সম্মেলনে যে ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের যে দাবি করা হয়েছিল, সেই বিনিয়োগ পশ্চিমবঙ্গের কোথায় হয়েছে, কোন কোম্পানি করেছে, যে বিনিয়োগের কথা বলা হয়েছিল তার বর্তমান পরিস্থিতি কী, ওই বিনিয়োগে কতজন চাকরি পেয়েছেন, এইসব উত্তর তিনি জানতে চেয়েছেন। অমিত মিত্রের পাঠানো চিঠিতে এইসব প্রশ্নের কোনও উত্তর নেই বলেও দাবি করেছেন রাজ্যপাল।

ইপিএফও-র সদস্যদের হঠাৎ মৃত্যুতে পরিবারের জন্য বড় সুবিধা! ঘোষণা নয়া আর্থিক প্যাকেজেরইপিএফও-র সদস্যদের হঠাৎ মৃত্যুতে পরিবারের জন্য বড় সুবিধা! ঘোষণা নয়া আর্থিক প্যাকেজের

English summary
Jagdeep Dhankhar has made video message to Amit Mitra to answer his five questions on BGBS.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X