For Quick Alerts
For Daily Alerts
পার্কিং নিয়ে সতর্কতা বাড়াতে শহরের রাস্তায় ঘুরবে ট্য়াবলো
বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল পুরসভার পার্কিং নিয়ে বেআইনি ভাবে টাকা নেওয়া হচ্ছে। বা অনেক জায়গায় নির্দিষ্ট এলাকার বাইরেই রাস্তার ওপরে পার্কিং করা হচ্ছে গাড়ি। সে বিষয়ে জন সচেতনতা তৈরি করতে এবার পুর উদ্যোগে ঘোরানো হবে একটি ট্যাবলো। এই ট্যাবলোর গায়ে তিন ভাষায় সতর্কতা বার্তা দিয়ে ঘোরানো হবে শহরের বিভিন্ন অঞ্চলে।

সতর্ক বার্তায় পরিস্কার করে লেখা আছে নির্দিষ্ট লাইন বা জায়গায় পার্কিং করার জন্য। একইসঙ্গে পার্কিং বাবদ প্রদেয় অর্থ নিল রঙের পোশাক পড়া ব্যক্তিকে দিতে হবে। অর্থ প্রদানের সময় ঐ ব্যক্তির নির্দিষ্ট ব্যাজ ও লোগো দেখে নেওয়ার কথাও বলা হয়।

দিল্লিতে ডাক পড়লো রাজ্যপালের,দিল্লি যাবেন রাজ্যপাল
পাশাপাশি হস্ত চলিত মেশিনের রশিদ নিয়ে পার্কিং ফি প্রদান করতে হবে। এছাড়াও পার্কিং সংক্রান্ত যে কোনও অভিযোগ টোল ফ্রি নম্বরে জানান যাবে। এই ট্যাবলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম।