For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর মঞ্চে ফের তলোয়ার! বিজেপির বিনাশের ডাকে পাল্টা দিল তৃণমূল

তলোয়ার বিতর্কে এবার বিজেপি আরও তিন নেতানেত্রী। সূত্রের খবর অনুযায়ী বরানগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাওয়া বিজেপির তিন নেতানেত্রীর হাতে তলোয়ার তুলে দেন পুজোর কর্মকর্তারা।

  • |
Google Oneindia Bengali News

তলোয়ার বিতর্কে এবার বিজেপি আরও তিন নেতানেত্রী। সূত্রের খবর অনুযায়ী বরানগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাওয়া বিজেপির তিন নেতানেত্রীর হাতে তলোয়ার তুলে দেন পুজোর কর্মকর্তারা। যা নিয়েই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, অস্ত্রের আস্ফালন চলছে।

পুজোর মঞ্চ থেকে হাতে তলোয়ার

পুজোর মঞ্চ থেকে হাতে তলোয়ার

এবার রাজু বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র এবং মানস ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হল তলোয়ার। তারা বরাহনগরে নিয়েছিলেন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে। সেখানেই তাদের হাতে তলোয়ার তুলে দেওয়া হয়।

তৃণমূলকে আক্রমণ কাঞ্চনা মৈত্রের

তৃণমূলকে আক্রমণ কাঞ্চনা মৈত্রের

নাম না করে মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করেন কাঞ্চনা মৈত্র। তিনি বলেন, যে মূর্খের দল বলে তলোয়ার মানে সন্ত্রাস, সেই মুর্খের দলকে তিনি বলবেন, সেভেন এইটের ইতিহাস বই ধরে দেখুন। দেশের বীররা শত্রুদের তলোয়ার হাতেই বিনাশ করেছিলেন। কোমরে থাকা লুকনো তলোয়ার দিয়ে হামলাকারীদের সমূলে বিনাশ করার কথাও বলেছেন তিনি।

 আগে দিলীপ ঘোষের হাতেও তলোয়ার

আগে দিলীপ ঘোষের হাতেও তলোয়ার

রবিবার পানিহাটির নাটাগড়ে জগদ্ধাত্রীর পুজোর উদ্বোধনে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে তলোয়ার তুলে দেওয়া হয়েছিল। সেই সময় সরব হয়েছিলেন এলাকার বিধায়ক তৃণমূলের নির্মল ঘোষ। দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন ছিল, তৃণমূল কি এতে ভয় পাচ্ছে।

 তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের কটাক্ষ

তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তারা বলেছে বাংলার রাজনীতি অস্ত্রের আস্ফালন চলছে। কিন্তু ভারতের সংস্কৃতিতে অস্ত্রের কোনও জায়গা নেই বলেও বলেছে তারা।

ভারতের বাতাসকে দূষিত করতে পাকিস্তান বিষাক্ত গ্যাস ছাড়ছে, দাবি বিজেপি নেতারভারতের বাতাসকে দূষিত করতে পাকিস্তান বিষাক্ত গ্যাস ছাড়ছে, দাবি বিজেপি নেতার

English summary
Swords gifted to Jagadhatri Puja organisers of Baranagar to three BJP leaders makes another controversy. Some days back Sword gifted to Dilip Ghosh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X