বাড়িতে মোমবাতি নেই! প্রধানমন্ত্রীর আবেদন প্রসঙ্গে যৌনকর্মীদের অবস্থার কথা তুললেন স্বস্তিকা
ঘরে মোমবাতি জ্বালাবো না-দের দলে সামিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অপর্ণা সেন, কৌশিক সেনরা এই দলে সামিল হয়েছিলেন। রাজ্যে একদিকে যেমন বাম কংগ্রেসের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা এই ডাকে সামিল হচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর যদি মনে হয় তিনি তখন ঘুমোবেন।

লকডাউনে অর্থ সংকটে যৌনকর্মীরা
লকডাউনে অর্থ সংকটের মধ্যে যৌনকর্মীরা। এসম্পর্কে এদিন টুইট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

প্রধানমন্ত্রীর আলো জ্বালানোর বার্তা নিয়ে প্রশ্ন
টুইটে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রধানমন্ত্রীর আলো জ্বালানোর বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী করোনা নিয়ে অন্ধকার সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কিন্তু এই ধরনের মানুষগুলোকে তিনি কোন শ্রেণিতে ফেলবেন। তাঁর কোন দেশের, তাঁরা নাগরিক কিনা? এইসব মানুষগুলোর খাবার, জল, টাকা কোনওটাই নেই।

বাড়িতে মোমবাতি নেই, জানিয়েছেন স্বস্তিকা
অপর একটি টুইটে স্বস্তিকা জানিয়েছেন, তাঁর বাড়িতে মোমবাতি নেই। এরকম অনেকেরই বাড়িতে মোমবাতি নেই বলে জানিয়েছেন তিনি।

অপর্ণা সেন, কৌশিক সেনদের বিরোধিতা
এর আগে অপর্ণা সেন, কৌশিক সেনদের মতো বুদ্ধিজীবিরা মোমবাতি জ্বালাবেন না বলে জানিয়েছিলেন। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিধিনিষেধ মানতে আহ্বান জানিয়েছিলেন তাঁরা।