For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভাইপোর ভয়ে থরথর করে কাঁপছে প্রশাসন! আইনশৃঙ্খলার প্রশ্নে সরব শুভেন্দু

বাংলায় ভাইপোর ভয়ে থরথর করে কাঁপছে প্রশাসন! আইনশৃঙ্খলার প্রশ্নে সরব শুভেন্দু

Google Oneindia Bengali News

বাংলায় আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে, শাসন বলে কিছু নেই। বাম আমলেও অনেক লড়াই করেছি, এমন প্রশাসন দেখিনি। এই প্রশাসন ভাইপোর ভয়ে থরথর করে কাঁপছে। ভোটের ফলের পর থেকেই সন্ত্রাস চলছে। বিগত সাতদিন ধরে অসম্ভব খারাপ অবস্থা রাজ্যের আইনশৃঙ্খলার। খলিস্তানি জঙ্গিদের এনকাউন্টার হচ্ছে বাংলায়।

বাংলায় ভাইপোর ভয়ে থরথর করে কাঁপছে প্রশাসন! আইনশৃঙ্খলার প্রশ্নে সরব শুভেন্দু

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে দরবার করেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্মারকলিপি জমা দেন। রাজ্যপাল রাজভবনের লনে বিজে্পি বিধায়কদের নিয়ে বৈঠকে করেন। এই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার শোচনীয় অবস্থা। তাই কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যপালের কাছে আমরা অভিযোগ জানিয়ে গেলাম।

 তৃণমূলে ন্যূনতম সম্মান নেই, দুই প্রাক্তন সাংসদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক একদা মুকুল ঘনিষ্ঠ বিধায়ক তৃণমূলে ন্যূনতম সম্মান নেই, দুই প্রাক্তন সাংসদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক একদা মুকুল ঘনিষ্ঠ বিধায়ক

শুভেন্দু বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার এমনই অবস্থা, এখানে জনপ্রতিনিধিরাও আক্রান্ত হচ্ছেন। মহিলা সাংসদের উপর হামলা হচ্ছে। বাংলায় নারী সুরক্ষা বলে কিছু নেই। ভোট পরবর্তী সময়ে ১৭ হাজার কর্মকর্তা বাড়িছাড়া। এসসি-এসটিদের উপর অত্যাচার চলছে। তাই আমরা রাজ্যপালের কাছে এসেছি। রাজ্যপালের কাছে কেন এসেছি, কিছুদিন পরেই বুঝতে পারবেন।

রাজ্যপালের কাছে দরবারের পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করেন। বলেন, রাজ্যের পুলিশ প্রশাসন ভাইপোর ভয়ে কাঁপে। কোনও কাজই তাঁরা করতে পারে না। এসপি-রা ফোন ধরে না। প্রশাসনের এমন অবস্থা বাম আমলেও ছিল না। তিনি এদিন সংবাদমাধ্যমের সমালোচনা করেও অত্যাচারিত মানুষদের খবর কররা বার্তা দেন।

English summary
Suvenvu Adhikari alleges against Abhishek Banerjee and State administration in question of law and order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X