২০২১-এ ভাইপোর দল হবে বাংলা ছাড়া হবেই! ঝাড়গ্রামে অঙ্ক বোঝালেন শুভেন্দু অধিকারী
ঝাড়গ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) নিশানায় ফের মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে তিনি এদিন ফের বলেন, বিজেপির (bjp) সঙ্গে তাঁর উন্নয়নের ডিল হয়েছে।

একুশে বিজেপি ক্ষমতায় আসবেই
রবিবার ঝাড়গ্রামের লোধাশুলিতে ছিল বিজেপির যোগদান মেলা। সেখানেই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সভা থেকে তৃণমূল এবং নাম না করে অভিষেক বন্দ্যাপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন একুশে বিজেপি ক্ষমতায় আসবেই। তিনি বলেন, তোলাবাজ ভাইপো বলায় তৃণমূলের খুব গায়ে লেগেছে। তিনি বলেন, লালা, এনামুল, তৃণমূল গরু থেকে বালি সব চুরি করছে। স্থানীয় সুবর্ণরেখা নদী থেকেও বালি চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি এদিন তৃণমূলের একাংশের প্রতি কটাক্ষ করে বলেন, যার কিছুদিন আগেও কিছু ছিল না, এখন তাঁর বাড়ি, গাড়ি, প্রচুর সম্পত্তির মালিক।

ঝাড়গ্রামের অঙ্ক
অবিভক্ত মেদিনীপুরের ভোটের অঙ্ক বোঝাতে গিয়ে এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ৩৫ আসনেই জয় আসবে। তিনি ও দিলীপ ঘোষ সেই দায়িত্ব নিচ্ছেন। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন ঝাড়গ্রামনের ৪ টি আসনেই তৃণমূলকে হারাতে হবে। তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন জঙ্গলমহলে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে তাঁর আবদানের কথা। তিনি এদিন দাবি করেন, মেদিনীপুরের দিলীপ ও শুভেন্দু বাংলায় পদ্ম ফোটাবে।

বিজেপির সঙ্গে ডিল
এদিনও শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে বিজেপির সঙ্গে তাঁর ডিল প্রসঙ্গে। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে তাঁর ডিল হয়েছে, প্রতি বছর এসএসসির পরীক্ষা, টেট পরীক্ষা করাতে হবে। পিএসসির পরীক্ষা প্রতিবছর নিতে হবে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতিবছর নিতে হবে।

কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে দেওয়ার অভিযোগ
শুভেন্দু অধিকারী এদিন ঝাড়গ্রামের সভা থেকে ফের একবার কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে দেওয়ার অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে নিজেদের মতো করে দেওয়া হচ্ছে। আয়ুষ্মাণ ভারত এবং পিএম কিষাণ সম্মান নিধি বাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না। যার জেরে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপেরও অভিযোগ করেন তিনি। বিধানসধা নির্বাচনে এর জবাব দিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি।

মোদীর হাতে বাংলাকে তুলে দেওয়ার ডাক
শুভেন্দু অধিকারী এদিন ফের একবার মোদীর হাতে বাংলাকে তুলে দেওয়ার ডাক দেন। বলেন, কেন্দ্র ও রাজ্যে এক সরকার হলেই রাজ্যের মানুষের সুদিন ফিরবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, তোলাবাজ ভাইপোর পার্টিকে হারাতেই হবে। ২০২১-এর নির্বাচনে ভাইপোর দল বাংলা ছাড়া হবেই। দক্ষিণ কলকাতার দেড়জনের কোম্পানিকে তারা হারাবেনই, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

ভোটের 'কুরুক্ষেত্রে' নামতে চলেছে বিজেপি! উত্তরপ্রদেশে গ্রামের মাটি দখলের লড়াই কোন প্রস্তুতিতে দল