ছোট বয়স থেকেই 'চিটিংবাজি'! থাইল্যান্ডে কার অ্যাকাউন্টে কত টাকা, অভিষেককে নিয়ে বিস্ফোরক শুভেন্দু
কুলতলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) জবাব তমলুকের সভা থেকে দিলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন শুভেন্দু অধিকারী বলেন, অনেক ছোট বয়স থেকে চিটিংবাজি শুরু করেছেন ভাইপো। এদিন শুভেন্দু অধিকারী তাঁর স্লোগান চুরির অভিযোগ এনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

কুলতলি থেকে শুভেন্দুকে নিশানা করেছিলেন অভিষেক
রবিবার কুলতলিতে তৃণমূলের সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তোলাবাজ, বেইমান, ঘুষখোর বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকটি কাগজ তুলে ঘরে তিনি অভিযোগ করেছিলেন, সুদীপ্ত সেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এমন কি নিরুদ্ধেশ হওয়ার আগেরদিন পর্যন্ত টাকা নিতে গিয়েছিলেন সুদীপ্ত সেনের কাছে। সুদীপ্ত সেন দাবি করেছিলেন, তাঁকে ব্ল্যাকমেলিং করেছেন শুভেন্দু। একটা সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তোর বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, পারবি আমার মতো।

ছোট বয়স থেকেই চিটিংবাজি
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। প্রথমেই তিনি বলেন, ছোট বয়স থেকেই চিটিংবাজিতে হাত পাকিয়েছে ভাইপো। এব্যাপারে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এমবিএ ডিগ্রির কথা উল্লেখ করেন। এব্যাপারে বাম নেতা গৌতম দেবের কথাও টানেন তিনি। বলেন, পিসির মতো ভাইপো। পিসি একটা সময়ে নামের আগে ডক্টরেট লিখতেন। কিন্তু পরে সূত্র ফাঁস হয়ে যাওয়ায় আর লেখেন না। তেমনই ভাইপোও। একটা সময়ে এমবি লিখলেও এখন তা লেখেন না।

লালার টাকা কার অ্যাকাউন্টে
এদিন তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারী বিস্ফোরক যে অভিযোগটি করেন, সেটা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে। তিনি প্রশ্ন করেন, লালার কয়লা চুরি, গরু পাচারের টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে। এব্যাপারে তিনি থাইল্যান্ডের সিয়াম প্যারাগন ব্যাঙ্কের একটি শাখার কথা উল্লেখ করেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, সেই অ্যাকাউন্টে একটা সময় মাসে মাসে ৩৬ লক্ষ টাকা করে জমা করা হয়েছে। এব্যাপারে দক্ষিণ ২৪ পরগনায় সভা করে বিস্তারিত জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, বজবজে জলের কারখানা, দুর্গাপুরে মেডিক্যাল কলেজ কার টাকায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গরিবকে তুলে দিয়ে চারতলা বাড়িই বা কার টাকায় প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, তিনি চিকিৎসা করান তমলুক জেলা হাসপাতালে, আর বড় কিছু হলে অ্যাপোলোতে। কিন্তু ভাইপো ছুটে যান সিঙ্গাপুরে।

একটা বাঁশের ঝাড়ের বাশ একই রকমের
এদিন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বলেন, একটা বাঁশের ঝাড়ের বাঁশ একই রকমের। তিনি বলেন, মেদিনীপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তু়ই তুই করে কথা বলেছেন। আর তাঁর ভাইপো কুলতলির সভা থেকে তাঁকে তুই তুই করে বলেছেন। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, তাঁর প্রতি যদি এতই অভিযোগ তাহলে ২ ডিসেম্বর উত্তর কলকাতার একটা বাড়িতে তাঁর হাতে পায়ে কেন ধরেছিলেন প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

মুকুল-শুভেন্দুদের প্রস্থানে তৃণমূলে উত্থান হল যাঁদের, একুশের যুদ্ধে নয়া অস্ত্র শান মমতার