শুভেন্দু ফাটল চওড়া করে দিচ্ছেন তৃণমূলে! নন্দীগ্রামে অরাজনৈতিক সভার আগে আরও এক 'ঘনিষ্ঠ' তৃণমূলত্যাগী
আজ বিজেপিতে যোগ দানের ১০ দিনের পর প্রথমবার নন্দীগ্রামে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই পদার্পণ যদিও রাজনৈতক নয়, তবুএ হিন্দু জাগরণ মঞ্চের এই অনুষ্ঠানে ভূমিপুত্রের এই উপস্থিতি লাইমলাইট কাড়ছে।

শুভেন্দু ঘনিষ্ঠের দলবদল
এদিকে, শুভেন্দুর সভার ২৪ ঘণ্টা আগে মেদিনীপুরের তৃণমূলে ফাটলের খবর উঠতে শুরু করে। তারপরই জানা যায়, শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সোমনাথ ভুঁইঞা তৃণণূল ছাড়েন। কারণ হিসাবে সোমনাথ ভুঁইঞা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

২ রা জানুয়ারি হাইভোল্টেজ বিজেপি যোগদান!
জানা গিয়েছে, আগামী ২ রা জানুয়ারি মহিষাদলের দ্বারিবেড়াতে বিজেপির যোগদান কর্মসূচি রয়েছে, আরসেখানেই শুভেন্দু ঘনিষ্ঠ সোমনাথ বিজেপিতে যোগ দিতে পারেন। এদিকে, সোমনাথ ভুঁইঞা
ছাড়াও সোমবার তৃণমূল ছাড়ার কথা জানান, পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রপরিষদের নেত্রী অন্বেষা জানা।

কমপক্ষে ১৫ হাজার মানুষ ও শুভেন্দু
এদিকে, মঙ্গলবার শুভেন্দুর হাইভোল্টেজ সভায় ১৫ হাজার মানুষের ভিড় হবে বলে খবর। এদিন নন্দীগ্রাম বাজারের বজরংবলী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে শুভেন্দুর। যে পুজো তিনি প্রতিবারই দেন তবে এবার আলাদা করে তিনি লাইমলাইটে।

নন্দীগ্রামে শুভেন্দু জবাব দিতে প্রস্তুত!
এদিকে, নন্দীগ্রামে ৭ জানুয়ারি তেখালিতে রয়েছে তৃণমূলের সভা। যে সভায় মমতার আসার কথা থাকলেও, তা বাতিল করেন তৃণমূল সুপ্রিমো। এদিকে, শুভেন্দু জানিয়েছেন, ৭ জানুয়ারি নন্দীগ্রামে তৃণমূলের সভায় তাঁর বিরুদ্ধে যা যা তোপ দাগা হবে, তার পাল্টা উত্তর ৮ জানুয়ারির সভায় তিনি দেবেন।