For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌমেন্দু একা নন, আজ শুভেন্দুর সভায় আরও চমক আসন্ন! শান্তিকুঞ্জে পদ্ম ফোটা নিয়ে বড় জল্পনা

  • |
Google Oneindia Bengali News

অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়েছিল রবিবার। আর তার জবাব সম্ভবত শুভেন্দু শুক্রবার অর্থাৎ নতুন বছরে দিতে চলেছেন। আজ অভিষেক চ্যালেঞ্জ দিয়েছিলেন যে শুভেন্দুবাবু তাঁর নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারেননি। পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী বলেন, বাসন্তী পুজো , রামনবমী বাকি। 'আমার বাড়ির লোকও পদ্ম ফোটাবে।' পদ্ম তিনি কালীঘাটেও ফুটিয়ে দেবেন বলে জবাব দেন শুভেন্দু! এরপর রাজ্যরাজনীতিতে বিভিন্ন ঘটনা পরম্পরায় নতুন জল্পনা তৈরি হয় শুভেন্দুর ভাই সৌমেন্দুকে নিয়ে।

 শান্তিকুঞ্জে পদ্ম

শান্তিকুঞ্জে পদ্ম

প্রসঙ্গত,শুভেন্দু, সৌমেন্দু ও দিব্যেন্দু । এই তিন ভাই অধিকারী পরিবারের দাপুটে নেতা। যাঁদের বাবা শিশির অধিকারী মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেসী নেতা ছিলেন। এই অধিকারী পরিবার থেকে ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। আর তাঁর কাছে চ্যালেঞ্জ ছিল ঘরে পদ্ম ফোটানোর।

শিশির, জ্যোতির্ময় বৈঠক

শিশির, জ্যোতির্ময় বৈঠক

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক বলে পরিচিত শিশির অধিকারীর সঙ্গে শান্তকুঞ্জে গিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতের বৈঠক ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় করেছে। এর আগে এক বাংলা পোর্টালকে দেওয়া সাক্ষৎকারে শিশির বলেছিলেন, বিজেপি ভালো, কিন্তু সবসবয় ভালো কী না, তা বিচার্য। এমনত অবস্থায় শিশিরকে ঘিরে জল্পনা তৈরি হয়।

সৌমেন্দু একা নন! বিজেপি যোগদান ঘিরে জল্পনা

সৌমেন্দু একা নন! বিজেপি যোগদান ঘিরে জল্পনা

এদিকে শোনা যাচ্ছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী শুক্রবার কাঁথির সভায় শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন। সূত্রের দাবি এমনটাই।এদিকে, সৌমেন্দু একা নন। তিনি তৃণমূলের বুকে বড় ভাঙন ধরিয়ে এই যোগদান করতে চলেছেন বলে খবর। কাঁথি পুরসভার প্রশাসক পদ বদল ঘিরে মমতা শিবির ও সৌমেন্দুর মধ্যে সংঘাত চরমে ওঠে। এমতাবস্থায় এমন যোগদানের সম্ভাবনা বাড়ছে।

 তৃণমূলে দুর্গে সৌমেন্দুর ধাক্কা!

তৃণমূলে দুর্গে সৌমেন্দুর ধাক্কা!

শোনা যাচ্ছে একা সৌমেন্দু নন। তৃণমূল থেকে অন্তত ৫ হাজার কর্মীকে সঙ্গে নিয়ে আজ শুভেন্দুর হাত ধরে সৌমেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন। অধিকারী পরিবারের ছোট ছেলেকে এই জল্পনা থাকলেও, পরিবারের তরফে কেউই এখন মুখ খুলেননি। ফলে হাইভোল্টেজ জল্পনার পারদ ক্রমেই চড়ছে।

English summary
Suvendu's brother Soumendu may join BJP today with 5 thousand workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X