For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু এবার হানা দেবেন মমতার ‘ঘরে’! একুশের ভোটের আগে চওড়া হচ্ছে ফাটল

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বেশি সময়ে দিয়েছেন তাঁর হোম-ডিস্ট্রিক্ট ও জঙ্গলমহল-সহ রাঢ়বঙ্গে। কিন্তু বাণ ছাড়তে কম করেননি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে কম করেননি।

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বেশি সময়ে দিয়েছেন তাঁর হোম-ডিস্ট্রিক্ট ও জঙ্গলমহল-সহ রাঢ়বঙ্গে। কিন্তু বাণ ছাড়তে কম করেননি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে কম করেননি। অভিষেকের কথার প্রত্যুত্তরেই তিনি জানিয়েছিলেন- শুধু অধিকারী-গড়েই নয়, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফোটাব।

শুভেন্দু অধিকারীর হুঙ্কারই কি সত্যি হবে

শুভেন্দু অধিকারীর হুঙ্কারই কি সত্যি হবে

তৃণমূল কংগ্রেসত্যাগী শুভেন্দু অধিকারীর সেই হুঙ্কার কি সত্যি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে ভাঙন ধরা কি সম্ভব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের মন্তব্য ঘিরে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। নতুন করে চড়ছে জল্পনার পারদ। তবে কি শেষে শুভেন্দুর কথাই সত্যি হবে? চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটোনোর হুঙ্কার শুভেন্দুর

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটোনোর হুঙ্কার শুভেন্দুর

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়া থেকে তোলাবাজ ভাইপো কটাক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে চলেছেন। তাঁর প্রতিটা জনসভায় অভিষেকের জন্য বরাদ্দ করে রেখেছেন সিংহভাগ সময়। আর অভিষেকের কথার পাল্টাই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটোনোর কথা জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর ইঙ্গিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ভাঙন ধরানোর।

শুভেন্দুর দ্বিতীয় তোপ নিয়েই জল্পনা শুরু

শুভেন্দুর দ্বিতীয় তোপ নিয়েই জল্পনা শুরু

শুভেন্দু অধিকারী বলেথছিলেন রামনবমী আসার দেরি আছে, তার আগেই অধিকারী পরিবারে পদ্ম ফুটবে। সেইমতো তার পর দিনই শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু যোগ দিয়েছিলেন বিজেপিতে। আর সেদিনই তিনি হুঙ্কার ছেড়েছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফোটানোর। এখন তাঁর দ্বিতীয় তোপ নিয়েই জল্পনা শুরু হয়েছে মমতার ভাই কার্তিকের কথায়।

মমতার ভাইয়ের মন্তব্যে চড়ছে জল্পনার পারদ

মমতার ভাইয়ের মন্তব্যে চড়ছে জল্পনার পারদ

কার্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনে কী হবে সেটা কেউ বলতে পারে না। কাল কী করব আমি তাও জানি না। তাঁর এই কথাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তাঁর এই কথার প্রেক্ষিতেই শুভেন্দুর হুঁশিয়ারি মিলে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফোটাব, শুভেন্দুর সেই হুঙ্কার বারবার ফিরে আসছে কার্তিকের ওই মন্তব্যের পর।

মমতা বনাম শুভেন্দু- রাজ্য রাজনীতিতে লড়াই তুঙ্গে

মমতা বনাম শুভেন্দু- রাজ্য রাজনীতিতে লড়াই তুঙ্গে

অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছিলেন, শুভেন্দু অধিকারী নিজের বাড়িতে আগে পদ্ম ফোটান। তারপর বাংলায় পদ্ম ফোটানোর কথা ভাববেন। তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেছিলেন, অধিকারী পরিবারে তো পদ্ম ফুটবেই, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফোটাব, তারপরেই মুখ্যমন্ত্রীর ভাইয়ের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

English summary
Suvendu Adikari can enter in Mamata Banerjee’s house to break TMC before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X