For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারিখ রাজনীতি নিয়ে অসন্তোষ, মোহন ভাগবতের বৈঠকে ডাক পেলেন না শুভেন্দু অধিকারী

তারিখ রাজনীতি নিয়ে অসন্তোষ, মোহন ভাগবতের বৈঠকে ডাক পেলেন না শুভেন্দু অধিকারী

Google Oneindia Bengali News

তারিখ নিয়ে রাজনীতি চলছে বঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ো তোলপাড় রাজ্যরাজনীতি। কিন্তু তাতে কোনও কিছুই হয়নি। এই নিয়ে নাকি অসন্তুষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর আরএসএসের বিশেষ শিবির শুরু হচ্ছে আগামীকাল থেকে। সেই বৈঠকে থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেই বৈঠকে ডাক পাননি শুভেন্দু অধিকারী। এই নিয়ে তুমুল রাজনীতি তৈরি হয়েছে রাজ্যে।

রাজ্যে আসছেন মোহন ভাগবত

রাজ্যে আসছেন মোহন ভাগবত

সামনেই পঞ্চায়েত ভোট। তার মাঝেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তিনি ৫ দিন থাকবেন রাজ্যে। আগামীকালই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তিনি বৈঠক করবেন রাজ্যের একাধিক জায়গায়। আরএসএস কর্মীদের নিয়ে শিবিরে যোগ দেবেন তিনি। কলকাতাও বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। একুশের বিধানসভা ভোটের আগেও কলকাতায় দেখা গিয়েছিল মোহন ভাগবতকে। আবার পঞ্চায়েত ভোটের আগে আসছেন তিনি।

শুেভন্দুর তারিখ রাজনীতি

শুেভন্দুর তারিখ রাজনীতি

শীতের মাঝেও শুভেন্দুর ডেডলাইন ধমাকা ঘিের তপ্ত বঙ্গ রাজনীতি। প্রথমে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ডিসেম্বরে বড় কিছু ঘটতে চলেছে। ডিসেম্বর মাসের পর আর সরকার চালাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করেিছলেন তিনি। তারপরেই আবার ডিসেম্বরের তিনটি তারিখ তিনি বেঁধে দিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন ১২, ১৪ এবং ২১। এই তিনটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি দিনে বড় কিছু ঘটতে চলেছে অপেক্ষায় থাকুন। তার মধ্যে ১২ তারিখ পার হয়ে গিয়েছে। তাতে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু ছাড়া তেমন কিছুই ঘটেনি। ১৪ তারিখেও সকাল থেকে তেমন কিছু ঘটতে দেখা যায়নি। এবার বাকি রয়েছে ২১ ডিসেম্বর। সেদিন কি ঘটবে তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

অসন্তুষ্ট বিজেপি

অসন্তুষ্ট বিজেপি

সূত্রের খবর ১২ তারিখ দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা ছিল শুভেন্দু অধিকারী। কিন্তু কোনও কারণে সেই বৈঠক হয়নি। এর নেপথ্যে শুভেন্দুর তারিখ রাজনীতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক মহলে মনে করছে শুভেন্দু অধিকারীর এই ডিসেম্বর ধমাকাতে অসন্তুষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেকারণেই অমিত শাহের সঙ্গে বৈঠক বাতিল হয়েছে। ডিসেম্বর চ্যালেঞ্জ দিয়ে উল্টে চাপে পড়েছেন শুভেন্দু অধিকারীই। কারণ বিজেপির পুরনো নেতাদের কেউই এই তারিখ নিয়ে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াননি।

কেন ডাক পেলেন না শুভেন্দু

কেন ডাক পেলেন না শুভেন্দু

বঙ্গ বিজেপির এখন অন্যতম সক্রিয় নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে আন্দোলন তীব্র তর হয়েছে রাজ্যে। কিন্তু তারপরেও আরএসএস প্রধান মোহন ভাগবতের বৈঠকে ব্রাত্য রইলেন তিনি। এর নেপথ্যে রয়েছে কৌলিন্যের রাজনীতি। অর্থাৎ শুেভন্দু বিজেপি নেতা হলেও তিনি আদি বিজেপি নন। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই দলের কাজে যতই সক্রিয়তা দেখান তিনি আসলে দলবদলি নেতা। আর মোহন ভাগবতের বৈঠকে বিজেপি দলের কৌলিন্য বজায় রাখতে চাইছে। সেকারণে আদি বিজেপি নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে।

DA Case: পিছোল শুনানি, ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতিDA Case: পিছোল শুনানি, ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

English summary
Suvendu Adhikary will not attend Mohan Bhagwat meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X