For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে 'ঘর সামলানো'র হুঁশিয়ারি শুভেন্দুর, তৃণমূলের ভোট অঙ্কে 'উইথ আউট শুভেন্দু' ফ্যাক্টরে বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই সপ্তম দফার ভোট। ভোটের আগে মুর্শিদাবাদ ঘিরে রীতিমতো তপ্ত রাজনীতির মাটি। অধীরগড়ের ভোটপর্বের আগে থেকেই খোদ এলাকার দাপুটে কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজে করোনা আক্রান্ত। এদিকে, অধীরগড়ের ভোট নিয়ে শুভেন্দু অধিকারী এবার মুখ খুলেই মমতার প্রতি হুঁশিয়ারি বার্তা দেন।

মুর্শিদাবাদে মমতা ও অভিযোগ

মুর্শিদাবাদে মমতা ও অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই অধীর চৌধুরী সুর চড়িয়েছেন। বহরমপুরের দাপুটে নেতার বার্তা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ফর্মুলায় মুর্শিদাবাদে বসে মমতা ভোট করাতে চাইছেন। অধীর চৌধুরীর অভিযোগ, মমতা বুথ দখল নিয়েও কৌশল রচনা করছেন। এদিকে, মুর্শিদাবাদে সপ্তম দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত্রিবাস বিধিভঙ্গের সামিল বলে দাবি করেছে বিজেপিও।

 প্রসঙ্গ 'উইথ আউট শুভেন্দু ' ও তৃণমূলের ভোট

প্রসঙ্গ 'উইথ আউট শুভেন্দু ' ও তৃণমূলের ভোট

এদিকে মুর্শিদাবাদ, এককালে তৃণমূলের দাপট ধরে রাখতে বড় ভূমিকা পালন করেন শুভেন্দু। অধীরগড়ের দুর্ভেদ্য দুর্গে তৃণমূলকে তিলে তিলে ফুলে ফেঁপে উঠতে তৎকালীন দলীয় পর্যবেক্ষক শুভেন্দুর ভূমিকা বড় অংশে ছিল বলে মনে করেন বহু রাজনৈতিক বিশ্লেষক। আর এবার মুর্শিদাবাদের ভোট নিয়ে শুভেন্দু বলেছেন,'ওনার (মমতা) ঘট অনেক আগে থেকে উল্টে গিয়েছে। সোজা হয়েছিল আমার জন্য। প্রমাণ হয়ে যাবে। উইথ শুভেন্দু, উইথ আউট শুভেন্দু ভোট... প্রমাণ হয়ে যাবে।'

শুভেন্দু দিলেন খতিয়ান

শুভেন্দু দিলেন খতিয়ান

শুভেন্দু বলনে, ওঁর (মমতার) যারা সঙ্গে রয়েছেন, তাঁদের দেখে কেউ ভোট দেবেন না। শুভেন্দুর দাবি, মুর্শিদাবাদে বিজেপি গত লোকসভায় একটি সিটে এগিয়ে ছিল। শুভেন্দুর দাবি, 'এবার আপনারা যেটা ভাবছেন না, তারক বাইরে রেজাল্ট হবে। '২০ আসনে অভাবনীয় নির্বাচন হবে বলে জানান শুভেন্দু।

'ঘর সামলান' ..সুর শুভেন্দুর

'ঘর সামলান' ..সুর শুভেন্দুর

মুর্শিদাবাদের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে রাত্রিবাস নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন আসে শুভেন্দুর জন্য। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তার উত্তরে বলেন,' মুখ্যমন্ত্রী ৫ দিন নন্দীগ্রামে বসেছিলেন , কিছু তো হয়নি।' এর সঙ্গেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাঝে শুভেন্দু বলেন, 'যিনি বসেআছেন তাঁকে বলুন নিজের ঘর সামলাতে।' সাফ বার্তায় শুভেন্দুর দাবি, মুর্শিদাবাদের বুকে সন্ত্রাসমুক্ত ভোট হবে এবার।

English summary
Suvendu Adhikary Talks about Murshidabad vote targets Mamata during poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X