For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ‘স্বরূপ’ চেনাতে চান সারা দেশে! ২০২৪-এর আগে ৬ পাতার পুস্তিকাই হাতিয়ার শুভেন্দুর

২০২৪-এর আগে ৬ পাতার পুস্তিকাই হাতিয়ার শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যের সাক্ষাতের পর রাজনৈতিক লড়াইকে অন্য খাতে বইয়ে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। তিনি সেই কারণে ৬ পাতার একটি পুস্তিকাকে হাতিয়ার করছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই পুস্তিকাকে হাতিয়ার করেই মমতার 'স্বরূপ' চেনাতে চান শুভেন্দু অধিকারী।

মমতার ‘স্বরূপ’ চেনাতে চান সারা দেশে! ২০২৪-এর আগে ৬ পাতার পুস্তিকাই হাতিয়ার শুভেন্দুর

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভায় একটি পুস্তিকা প্রকাশ করেছেন। সেই পুস্তিকায় তিনি রাজ্যের শাসকদল তৃণমূল এখন পর্যন্ত তাঁর সঙ্গে কী কী 'সৌজন্য' দেখিয়েছেন তা তুলে ধরেছেন। ২৫ নভেম্বর মমতা-শুভেন্দুর সৌজন্য বৈঠকের পর এবার মমতার বিরুদ্ধে তিনি এই পুস্তিকাকে হাতিয়ার করতে চাইছেন।

৬ পাতার ওই পুস্তিকায় শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ২০২১ সালের ৩ মে থেকে ২০২২-এর ২৭ নভেম্বর পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট ২৬টি মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের নমুনা। তিনি আরও বলেছেন, রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সরকারের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ ও আইনি লড়াই জারি থাকবে। সেখানে তিনি উল্লেখ করেছেন, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিকদের জনগণের বিচারের মুখোমুখি হতে হবে।

২০২৪-এর নির্বাচনের আগে ৬ পাতার এই পুস্তিকা তিনি সারা দেশে ছড়িয়ে দেবেন। তাই বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই পুস্তিকা প্রকাশ করা হয়েছে। তা তিনি শুধু বিধানসভায় দেবেন না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও অ-বিজেপি শাসিত রাজ্যের বিরোধী দলনেতাদের কাছেও পাঠাবেন। এভাবেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ প্রকাশ করতে উদ্যত হবেন।

শুভেন্দুর কথায়, বাংলার এই মুখ্যমন্ত্রী বিধানসভায় সৌজন্য দেখিয়ে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়কদের নিজের ঘরে ডাকেন চা খেতে, কিন্তু সরকারি বৈঠকে ডাকেন না, বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে রেহাই দেন না। তাই তাঁর স্বরূপ দেশবাসীর কাছে প্রকাশ করা জরুরি। তাই এই উদ্যোগ। উল্লেখ্য, ২৫ নভেম্বর বিধানসভার সংবিধান দিবসের অনুষ্ঠানের আগে বিধানসভার প্রথমার্ধের অধিবেশনের পর আচমকাই শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সৌজন্যের রাজনীতিকে নিয়ে চর্চা শুরু হয়ে।

শুভেন্দু অধিকারী ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর লড়াউ অন্য মাত্রা পেয়ে এসেছে। নন্দীগ্রামে বিধানসভার লড়াইয়ে বিতর্কিত জয়ের পর থেকেই কম্পার্টমেন্টাল সিএম এবং লোডশেডিংয়ে জেতা বিধায়কের লড়াই চরমে ওঠে। এখন হঠাৎ বিধানসভায় সৌজন্যের পর পুস্তিকাকে হাতিয়ার করে ঘূঁটি সাজাচ্ছেন শুভেন্দু। লক্ষ্য ২০২৪!

'মুখ্যমন্ত্রীর কনভয় যেখানে যাচ্ছে সেখানেই বেশি বোমা গুলি উদ্ধার হচ্ছে', ফের বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁ-র'মুখ্যমন্ত্রীর কনভয় যেখানে যাচ্ছে সেখানেই বেশি বোমা গুলি উদ্ধার হচ্ছে', ফের বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁ-র

English summary
Suvendu Adhikari wants to recognize Mamata Banerjee in PAN India doing reveal booklet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X