For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝড়ের আগের নীরবতা! নন্দীগ্রামে শুভেন্দুর 'হরেকৃষ্ণ নামে' মিলল কোন ইঙ্গিত?

Google Oneindia Bengali News

মন্ত্রিত্ব ছাড়ার পর আজই প্রথম নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। রাস উৎসবের সূচনা করেন তিনি। আর মহিষাদলের মতো আজও তাঁর গলায় কোনও রাজনৈতিক বক্তব্য শোনা যায়নি। শুধু নন্দীগ্রামের বাসিন্দাদের উদ্দেশে বলেন, 'সেবক হিসেবে আমি বরাবর আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব।'

নন্দীগ্রামে ছিল তুমুল উৎসাহ

নন্দীগ্রামে ছিল তুমুল উৎসাহ

এদিকে এদিন তাঁকে ঘিরে নন্দীগ্রামে ছিল তুমুল উৎসাহ। তাঁকে রাস মেলার অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্যে বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে তাতে ছিল না কোনও রাজনৈতিক রং। হলুদ পতাকায় ছিল ওম-এর চিহ্ন। শুভেন্দুর কপালে ছিল হলুদ চন্দনের টিকা। তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি একটু বিরক্তি প্রকাশ করেই বলেন, 'সব কিছু এত বাঁকা ভাবে নিলে তো হয় না।'

মহিষাদলে অরাজনৈতিক সভার উপর নজর ছিল সবার

মহিষাদলে অরাজনৈতিক সভার উপর নজর ছিল সবার

মন্ত্রিত্ব ছাড়ার পর গতকালই প্রথম মহিষাদলে অরাজনৈতিক সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। একদিকে, বজবজের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম না করে তাঁকে আক্রমণ করছেন তখন শুভেন্দুবাবুর মুখে কোনও রাজৈনিক বার্তা শোনা যায়নি। শুধু বলেছেন, তিনি রাস্তাতেই থাকবেন। তবে গণতন্ত্রে জনগণই যে শেষ কথা বলে তা মনে করিয়ে দিতে ভোলেননি।

রাস উৎসবের সূচনা অনুষ্ঠানেও একই ছবি ধরা পড়ে

রাস উৎসবের সূচনা অনুষ্ঠানেও একই ছবি ধরা পড়ে

আজ নন্দীগ্রামে রাস উৎসবের সূচনা অনুষ্ঠানেও একই ছবি ধরা পড়ল। কোনও রাজনৈতিক কথা শোনা গেল না তাঁর মুখে। খুবই অল্প সময় বক্তব্য পেশ করেন তিনি। আর তাঁর অর্ধেকেরও বেশি সময় ধরে তুলে ধরেন রাস উৎসবের মাহাত্ম্যের কথা। সঙ্গে প্রত্যেকের কোরোনামুক্ত জীবনেরও কামনা করেছেন।

'নন্দীগ্রামের পাশে আছি'

'নন্দীগ্রামের পাশে আছি'

তবে তিনি যে নন্দীগ্রামের মানুষের পাশে সবসময় আছেন তা জানাতে ভোলেননি। বক্তব্যের শেষে বলেন, 'আমি নন্দীগ্রামে সব অনুষ্ঠানে আসি। বড়দিন থেকে ইদ, সবসময় আমি আসি। দীপাবলিতেও এসেছি।' বলেন, 'আপনাদের সেবক শুভেন্দু বরাবর আপনাদের সঙ্গে ছিল, থাকবে।' এরপর হরিধ্বনি দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করার বার্তা

বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করার বার্তা

এর আগে গতকাল মহিষাদলের সভায় ভিড় দেখে তিনি বলেন, আগামীদিনে সংগ্রাম ও প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটিই তাঁর কাছে অনুপ্রেরণা। তিনি বলেন, পুরো ব্যবস্থাটা চলবে ফর দা পিপল, বাই দা পিপল ও অফ দা পিপল। সমস্ত ব্যবস্থার ক্ষেত্রে শেষ কথা বলে জনগণ। বলেন, 'বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করে যাব। আমি রাস্তায় থাকব।'

<strong>রামরাজ্যে মিশন ২০২২, বারাণসী থেকেই উত্তরপ্রদেশের বিজয় রথ ছোটাবেন মোদী</strong>রামরাজ্যে মিশন ২০২২, বারাণসী থেকেই উত্তরপ্রদেশের বিজয় রথ ছোটাবেন মোদী

English summary
Suvendu Adhikari uttered Hare Krishna hymns in Nandigram at the beginning of Raas Utsav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X