
শুভেন্দু ঘনিষ্ঠ সব্যসাচী দত্ত ফিরলেন তৃণমূলে, কী বলছেন বিরোধী দলনেতা
শুভেন্দুর সঙ্গে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠতার কতা সকলেই জানেন। সেই সব্যসাচী দত্ত যখন তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন তখন নন্দীগ্রামে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী চুপ করে থাকতে পারেননি। তিনি কটাক্ষ করে বলেছেন বিধানসভা ব্যতিক্রমী এবং বিরলতম ঘটনার সাক্ষী থাকল। বিধানসভাকে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা নিয়ে শাসক দলকেও নিশানা করতে ছাড়েননি তিনি।

তৃণমূলে সব্যসাচী দত্ত
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সব্যসাচী দত্ত। বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানের পরেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধাননগর কমিশনারেটের মেয়র সব্যসাচী দত্ত। পুরসভা ভোটের কথা মাথায় রেখেই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈিতক মহল।

শুভেন্দুর নিশানা
সব্যসাচী দত্তকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই শোনা যায়। কারণ বিধানসভা নির্বাচনের আগে বিধাননগরে ভোটের সময় সব্যসাচী দত্তকে ভিডিও কলে ফোন করে ভোট কেমন হয়েছে জানতে চেয়েছিলেন শুভেন্দু। সেই ভিডিও কলের বার্তা সংবাদ মাধ্যমেও ফলাও করে দেখিয়েছিলেন সব্যসাচী দত্ত। হঠাৎ করে সব্যসাচী দত্তের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্যই ছড়িয়েছে। শুভেন্দপ অধিকারী অবশ্য বলেছেন, বিধানসভা আজ বিরলতম ঘটনার সাক্ষী থাকল। বিধানসভাকে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস বানিয়ে ফেলেছে বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

সুজিত ও তাপসের আপত্তি
এদিকে সব্যসাচীর তৃণমূল কংগ্রেসে ফিরে আসাটা কিছুতেই মেনে নিতে পারছেন না সুজিত বসু। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে সব্যসাচী দত্তের যোগদানের পরেই নাকি তিনি বেরিয়ে যান। তাপস চট্টোপাধ্যায়ও বেরিয়ে যান সেখান থেকে। প্রথম থেকে সব্যসাচী দত্তকে ফেরানোর তীব্র আপত্তি জানিয়েছিেলন সুজিত বসু। এই নিয়ে নাকি তিনি দলনেত্রীকে জানিয়েও ছিলেন। তাপস চট্টোপাধ্যাও বলেছেন তিনি সব্যসাচী দত্তের দলে ফেরা মেনে নিতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য সুজিত বসু নাকি ভোটের আগে বিজেপিতে যেতে চেয়েছিলেন সেসময় সব্যসাচী দত্ত নাকি আপত্তি জানিয়ে সেটা আটকে দিয়েছিলেন।

সব্যসাচী দত্তের প্রতিক্রিয়া
বিধানসভা ভোট বিজেপির শোচনীয় পরাজয়ের পর থেকে বিজেপিতে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেসে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন। মুকুল রায় তৃণমূলে ফিরতেই তিনি তোরজোর শুরু করেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তৃণমূলে ফিরছেন সব্যসাচী। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সব্যসাচী বলেছেন, দলে একটু ভুলবোঝাবুঝি হয়ে গিয়েছিল। এখন সেটা মিটে গিয়েছে।