For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌগত 'রাজনৈতিকভাবে মানসিক ভারসাম্যহীন'! ফের বাক্যবাণে বর্ষীয়ান তৃণমূল নেতাকে বিঁধলেন শুভেন্দু

সৌগত 'রাজনৈতিকভাবে মানসিক ভারসাম্যহীন হয়েছেন'! ফের বাক্যবাণের যুদ্ধে বর্ষীয়ান তৃণমূল নেতাকে বিঁধলেন শুভেন্দু

  • |
Google Oneindia Bengali News

দল পাল্টালে কি শুভেন্দুর জনপ্রিয়তা নন্দীগ্রামের বুকে একই থাকবে? এই প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খেয়েছে বাংলার রাজনীতিতে। আর সেই প্রশ্নের জবাব দেওয়ার পালা ছিল শুভেন্দুর কাছে। তাই রাজনৈতিক সভা নয় বরং অরাজনৈতিক সভায় আজ নন্দীগ্রামে পা রাখেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই এদিন তিনি ফের একবার সৌগত রায়কে টার্গেটে রাখেন।

শুভেন্দু-সৌগত বাকযুদ্ধ

শুভেন্দু-সৌগত বাকযুদ্ধ

শুভেন্দুকে দলে ধরে রাখার দায়িত্বে ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। সেই জায়গা থেকে শুভেন্দু ও সৌগতর বক্তব্য ও পাল্টা বক্তব্য খবরে আসে। আর শেষে শুভেন্দুকে আটকে রাখার বহু চেষ্টার পরও যখন তৃণমূল শিবিরের উদ্দেশে বার্তা দিয়ে সৌগতকে শুভেন্দু মেসেজ করে লেখেন, 'একসঙ্গে কাজ করা মুশকিল', তার প্রেক্ষিতে সৌগত রায় বলেছিলেন, 'যদি উনি মন পরিবর্তন করে থাকেন, তাহলে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। তিনি সিদ্ধান্ত জানাবেন। '

কাঁথি থেকে সৌগতর বার্তা

কাঁথি থেকে সৌগতর বার্তা

এরপর কাঁথি থেকে সৌগত রা য় বার্তা দেন, 'এই মিছিল প্রমাণ করে যে কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। কে তৃণমূল ছেড়ে গেল ,তাতে কিছু যায় আসে না। আবার প্রমাণিত যে মমতার কোনও বিকল্প নেই।'

শুভেন্দু 'অবোধ' বার্তা সৌগতর

শুভেন্দু 'অবোধ' বার্তা সৌগতর

এরপর শুভেন্দু পাল্টা তোপে বলেছিলেন, তিনি ২১ বছর ধরে যে তৃণমূল করেছেন, তা নিয়ে তিনি লজ্জা বোধ করেন। এরপর সৌগত রায় বলেন, ' কিছু মানুষ এরকম অবোধ থাকেন। তাঁদের জ্ঞান চক্ষু উন্মিলিত হতে সময় লাগে। ২ বার বিধায়ক , মন্ত্রী , সাংসদ হয়েছেন। ২১ বছর ধরে দলের দুধ ক্ষীর খেয়ে শেষে এই উপলব্ধি হয়েছে!'

নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বক্তব্য

নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বক্তব্য

এদিন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী সৌগতকে টার্গেট করে বলেন, 'এসব লোকজনের কথায় উত্তর দেওয়া উচিত নয়। উনি (সৌগত রায়) বয়সে বড়, শিক্ষক, , সম্মান করি। কিন্তু রাজনৈতিকভাবে এঁরা মানসিক ভারসাম্য হারিয়েছেন।'

বছর ঘুরতেই মতুয়া গড়ে আসছেন অমিত শাহ! সিএএ নিয়ে প্রতিশ্রুতি মিলবে, আশায় শান্তনু ঠাকুর বছর ঘুরতেই মতুয়া গড়ে আসছেন অমিত শাহ! সিএএ নিয়ে প্রতিশ্রুতি মিলবে, আশায় শান্তনু ঠাকুর

English summary
Suvendu Adhikari targets Sougata Roy over his comment the Newly joined BJP leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X