
হাওড়া-বেথুয়াডহরিতে গণ্ডগোল করেছে কারা? কোন কিছু একতরফা হবে না, মমতাকে পাল্টা শুভেন্দুর
বিধানসভার মধ্যে ভারতের সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধিতা করেছেন। পাশাপাশি বিজেপির উস্কানিতে পশ্চিমবঙ্গে গণ্ডগোল হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্র এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করে এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রাথমিকে ১৭ হাজার চাকরি গেলে, তাঁদেরকে বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

হাওড়া-বেথুয়াডহরিতে গণ্ডগোল করেছে কারা?
শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যে বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেছেন। এব্যাপারে শুভেন্দু অধিকারীর প্রশ্ন তাহলে, হাওড়া-উলুবেড়িয়া, সলপ, বেথুয়াডহরি, নাকাশিপাড়া, বেলডাঙার গণ্ডগোল করল কারা, তার উল্লেখ মুখ্যমন্ত্রী করেননি। এর থেকে প্রমাণ মুখ্যমন্ত্রী সেইসব ঘটনা চাপা দিতে চেয়েছেন। সেখানে ক্ষতিগ্রস্ত ও দুষ্কৃতীদের নিয়ে কোনও বক্তব্য নেই।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
প্রাথমিকে আপাতত চাকরি গিয়েছে ২৬৯ জনের। তবে নিয়োগ নিয়ে মামলা চলছে। এব্যাপারে শুভেন্দু অধিকারী প্রায়ই বলে থাকেন শুধু ২৬৯ জন নয়, অন্তত ১৭ হাজার চাকরি যাবে। যা নিয়েই এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় জবাব দেন।
বিধানসভা থেকে ওয়াক আউট করার পরে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় হুমকি দিয়েছেন, যদি প্রাথমিকে ১৭ হাজার চাকরি যায়, তাহলে চাকরি হারাদের পাঠিয়ে দেওয়া হবে বিজেপি বিধায়কদের বাড়িতে।
শুভেন্দু অধিকারী বলেন, সম্ভাব্য চাকরি হারারা বিজেপি বিধায়কদের বাড়িতে গিয়ে ঘেরাও করবে, বাড়ি ভাঙবে। মুখ্যমন্ত্রী তাদের হাতে আইনশৃঙ্খলা তুলে দিতে চাইছেন, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এটা কি একটা রাজ্যের
মুখ্যমন্ত্রীর ভাষা, প্রশ্ন করেন শুভেন্দু। তিনি বলেন, কেউ পরীক্ষা দেয়নি, আবার কেউ পরীক্ষা দিয়ে পাশ করেনি, তাই হাইকোর্টের রায়ে চাকরি যাচ্ছে, সেখানে বিজেপির কিছুই করার নেই।

হারের যন্ত্রণা ভোলেননি
শুভেন্দু অধিকারী এদিন কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হারের যন্ত্রণা ভুলতে পারেননি। বিরোধী দলনেতা বলেন, ১৯৫৬ ভোটে হারের যন্ত্রণা এখনও যায়নি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা-সহ বিরোধী বিধায়কদের ব্যক্তিগত আক্রমণ করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যের মাধ্যমে ভারত সরকার এবং সেনাকেও অপমান করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অসত্য ও কুৎসিত ভাষণ না শুনে তাঁরা বেরিয়ে এসেছেন বলে
জানিয়েছেন বিরোধী দলনেতা।

দু কোটি বেকার নিয়ে অভিযান
শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি প্রসঙ্গে পাল্টা হুমকি দিয়ে বলেন, রাজ্যের ২ কোটি বেকার যুবককে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ তারা নেবেন। এসএসসির চাকরিতে যাঁদের বঞ্চিত করা হয়েছে, তাঁদেরকেও
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল কান খুলে শুনে রাখুক কোনও কিছুই একতরফা হবে না।
টেট দুর্নীতি মামলায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ