For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলি করা হবে কাশ্মীরে, পূর্ব মেদিনীপুরের এসপিকে হুঁশিয়ারি শুভেন্দুর! নাম না করে মমতাকেও নিশানা

জেলা জুড়ে বিজেপি (bjp) কর্মীদের ওপরে তৃণমূলের হামলার অভিযোগ। পুলিশের কাছে গেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। অন্যদিকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়ার অভিযোগে এবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (sp)

  • |
Google Oneindia Bengali News

জেলা জুড়ে বিজেপি (bjp) কর্মীদের ওপরে তৃণমূলের হামলার অভিযোগ। পুলিশের কাছে গেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। অন্যদিকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়ার অভিযোগে এবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (sp) এবং অন্য পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।

 এসপি অফিসের সামনে সভা

এসপি অফিসের সামনে সভা

তমলুকের নিমতৌড়িতে এসপি অফিসে ডেপুটেশন দেওয়ার আগে সভা করেন শুভএন্দু অধিকারী। সেখানে তিনি অভিযোগ করেন বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে দলের কর্মী সমর্থকের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত গুণ্ডারা। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। অন্যদিকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন জেলার বাকি বিজেপি বিধায়করাও।

এসপিকে হুঁশিয়ারি

এসপিকে হুঁশিয়ারি

দলের সভা থেকে জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিতে শএানা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি কটাক্ষ করে বলেন, জেলায় একটা বাচ্চা ছেলে এসেছে। মিস্টার অমরনাথ কে। তিনি বলেন, পুলিশ সুপার কী করছেন, কাকে কাকে ডাকছেন তিনি (শুভেন্দু) সব জানেন। কেননা তিনি দীর্ধদিনের খেলোয়াড়। বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ সুপার সেন্ট্রাল ক্যাডারের অফিসার। তিনি যেন এমন কাজ না করেন কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে না হয়।

জেলার বাকি আধিকারিকদের নিশানা

জেলার বাকি আধিকারিকদের নিশানা

শুধু এসপিকেই নয়, জেলার বাকি পুলিশ আধিকারিকদেরও নিশানা করেন শুভেন্দু অধিকারী। পুলিশ অফিসারদের নাম ধরে ধরে আক্রমণ করেন শুভেন্দু। তিনি সিবিআই তদন্তেরও হুঁশিয়ারি দেন। তিনি জানিয়ে দেন, প্রত্যেকটা ফোনের কল রেকর্ড তাদের কাছে রয়েছে।

হাতে আছে কেন্দ্রীয় সরকার

হাতে আছে কেন্দ্রীয় সরকার

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের হাতে রাজ্য সরকার থাকলে, তাদের হাতে কেন্দ্রীয় সরকার রহয়েছে। নরেন্দ্র েমাদী কাশ্মীরকে সোজা করে দিয়েছেন। তাই কেন্দ্রীয় সরকারকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। বিজেপিকেও দুর্বলভাবার কোনও কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে না করে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ভদ্রভাবে চলুন মিথ্যা মামলা করবেন না।

মেঘলা আকাশে সকাল থেকেই বারিধারা, হতে পারে ভারী বৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসমেঘলা আকাশে সকাল থেকেই বারিধারা, হতে পারে ভারী বৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Suvendu Adhikari targets Mamata Banerjee and SP of East Midnapur from his Tamkuk meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X