For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তিকে অভিশপ্ত দিন বলে কটাক্ষ, টুইটে নন্দীগ্রাম জয়ের কথা স্মরণ শুভেন্দুর

তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তিকে অভিশপ্ত দিন বলে কটাক্ষ শুভেন্দুর

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় বর্ষপূর্তির দিনকে অভিশপ্ত দিন বলে টুইটে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে নন্দীগ্রামের জয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হার স্বীকার করতে হয়েছিল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অভিশপ্ত দিন বলে কটাক্ষ

অভিশপ্ত দিন বলে কটাক্ষ

আজ তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় বর্ষপূর্তি। একুশের ভোটে সব হিেসব নিকেশ ওলট পালট করে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই আজ শাসক দলের শিবিরে উৎসবের মেজাজ। বিজেপি পাল্টা আক্রমণ শানিয়ে মহামিছিলের ডাক দিয়েছে। সকালেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে মমতা সরকারকে নিশানা করেছেন। তিনি টুইটে লিখেছেন আজকের দিনটি অভিশপ্ত। টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'গত বছর আজকের অভিশপ্ত দিনে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার "দোষে" সাধারণ ভোটার, বিরোধী দলের বিশেষত বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিবারবর্গের ওপর নেমে আসে শাসক তৃণমূল দলের পোষ্য গুন্ডাদের ভয়ংকর পাশবিক খাঁড়া।অমানুষিক নির্যাতনের নজির সৃষ্টি হয় বাংলায়।'

নন্দীগ্রাম জয়কে স্মরণ

নন্দীগ্রাম জয়কে স্মরণ

তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় বর্ষপূর্তির দিনে নন্দীগ্রাম জয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
টুইটে শুভেন্দু অধিকারি লিখেছেন, 'প্রণাম নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে আমার ওপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য নন্দীগ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ। নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করা আমার সংকল্প।এই জয় ভবিষ্যতের বৃহত্তর কঠিন লড়াইয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়েছে ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে।' একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তথা তৎকালীন রাজ্যের পরিবহণ মন্ত্রী। তারপরেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হন তিনি। তার প্রতিপক্ষ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতলেও নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হার স্বীকার করতে হয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে ফের কালীঘাট কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি।

ভোট পরবর্তী হিংসা নিয়ে নিশানা

ভোট পরবর্তী হিংসা নিয়ে নিশানা

একুশের ভোটের পর রাজ্য জুড়ে চলেছে ভোট পরবর্তী হিংসা। অসংখ্য বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছেন। এখনওঅনেকে ঘর ছাড়া। এই নিয়ে আদালতে মামলা চলছে। সিবিআই তদন্তশুরু হয়েছে। এদিন টুইটে সেই ভোট পরবর্তী হিংসার কথা স্মরণ করিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন,'মা দুর্গার আশীর্বাদে আজ আমি বেঁচে আছি। গত বছর আজকের দিনে হলদিয়াতে বিজয়ের শংসাপত্র আনতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতী আনসার শেখের দলবলের ইট বৃষ্টির মধ্যে পড়ে প্রাণ সংশয় হয়। ভগবান রাম ও হনুমানজির অশেষ কৃপায় বেঁচে ফিরি।'

মা-মাটি-মানুষ দিবস ঘোষণা

মা-মাটি-মানুষ দিবস ঘোষণা

আজকের দিনটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষ দিবস হিসেবে ঘোষণা করেছেন। সকালেই টুইটে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ২ মে দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন। সকালেই রাজ্যবাসীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, 'মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে। গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।'

বঙ্গে তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, টুইটে কী লিখলেন মমতাবঙ্গে তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, টুইটে কী লিখলেন মমতা

Recommended Video

ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য | Oneindia bengali

English summary
Suvendu Adhikari on Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X