For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে সিআইডি', সারদাকাণ্ডে দেবযানীর মায়ের চিঠি নিয়ে নিশানা শুভেন্দুর

'পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে সিআইডি', সারদাকাণ্ডে দেবযানীর মায়ের চিঠি নিয়ে নিশানা শুভেন্দুর

Google Oneindia Bengali News

সারদা কাণ্ডে শর্বরী মুখোপাধ্যায়ের লেখা চিঠি নিয়ে টুইটি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন সিআইডি এখন পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় সিবিআইকে চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর নাম করার জন্য সিআইডি তাঁর মেয়েকে চাপ দিয়েছে।

সিআইডিকে নিশানা শুভেন্দুর

দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের চিঠির পর বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। টুইট করে সিআইডিকে তীব্র নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, 'এক সময়ের মর্যাদাসম্পন্ন সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি।' তিনি টুইটে আরও লিখেছেন, সিআইডিকে দিয়ে শাসকদল জেলে বন্দি কয়েদিদের ভয় দেখিয়ে বিরোধী দলের নেতাদের ফাঁসানোর ষড়যন্ত্র করছে তারা। সুজন চক্রবর্তীও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রে তীব্র নিশানা করেছেনষ এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

গত ২৩ অগাস্ট সিবিআইকে চিঠি দিয়েছেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। চিঠিতে সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। চিঠিকে তিিন লিখেছেন, সিআইডি অফিসাররা শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নাম বলার জন্য দেবযানী মুখোরাধ্যায়কে চাপ দিয়েছে। মানসিক চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে অভিযোগ করেছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা।

চিঠিতে কী লেখা হয়েছে

চিঠিতে কী লেখা হয়েছে

চিঠিতে লেখা হয়েছে, জেলে গিয়ে দেবযানীর মুখোপাধ্যায়কে সিআইডির অফিসাররা চাপ দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নাম বলার জন্য। শুভেন্দু এবং সুজন সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা িনয়েছে। সেটা তার সামনে নেওয়া হয়েছে বলতে হবে দেবযানীকে এমন চাপ তৈরি করা হয়েছে। না বললে দেবযানীকে ৯টি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ করে চিঠি দিয়েছেন শর্বরী মুখোপাধ্যায়।

শুভেন্দুর গ্রেফতারির দাবি

শুভেন্দুর গ্রেফতারির দাবি

গত কয়েকদিন ধরে শহরে সিবিআই তৎপরতা বেড়েছে। শাসক দলেন একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করছে ইডি সিবিআই। গতকাল মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। একযোগে তাঁর ৬টি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। গতকালই আবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে মিছিল করে টিএমসি। সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে সরব হয়েছে টিএমসি। সুদীপ্ত সেন নাকি সিবিআইতে শুভেন্দুর জড়িত থাকার অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে।

শুভেন্দুর নাম করতে চাপ দিয়েছিল CID, সারদাকণ্ড সিবিআইকে বিস্ফোরক চিঠি দেবযানীর মায়েরশুভেন্দুর নাম করতে চাপ দিয়েছিল CID, সারদাকণ্ড সিবিআইকে বিস্ফোরক চিঠি দেবযানীর মায়ের

English summary
Suvendu Adhikari attack CID and Mamata Banerjee on Sarbari Mukharjee's letter to CB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X