For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি! ডিয়ার লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

ডিয়ার লটারি নিয়ে ফের একবার সরব হলেন শুভেন্দু অধিকারী! কার্যত ডিয়ার লটারির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেও আওয়াজ তুলেছেন তিনি। এবার এই ইস্যুতে ফের একবার মুখ খুললেন বিরোধী দলনেতা। গত কয়েকদিন আগেই কলকাতার এক মহিলা এক কোটি টাক

  • |
Google Oneindia Bengali News

ডিয়ার লটারি নিয়ে ফের একবার সরব হলেন শুভেন্দু অধিকারী! কার্যত ডিয়ার লটারির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেও আওয়াজ তুলেছেন তিনি। এবার এই ইস্যুতে ফের একবার মুখ খুললেন বিরোধী দলনেতা। গত কয়েকদিন আগেই কলকাতার এক মহিলা এক কোটি টাকা ডিয়ার লটারি থেকে এক কোটি টাকা জিতেছিকেন।

ডিয়ার লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা নিয়ে বিস্ফোরক

আর সেই খবর তুলে ধরে শুভেন্দুর দাবি, সেই মহিলা আর কেউ নন, তিনি তৃণমূলের এক বিধায়কের স্ত্রী। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের মোটা অঙ্কের লটারি জেতার বিষয়টিও তুলে ধরেন নন্দীগ্রামের বিধায়ক। আর লটারির আড়ালে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

আর এই প্রসঙ্গে একের পর এক টুইট করেছেন বিজেপি নেতা। আর সেখানে শুভেন্দু অধিকারী আগেই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে অবগত করেছিলেন সেই সংক্রান্ত চিঠি এবং তথ্যও তুলে ধরেছেন। এমনকি চিঠিতে কীভাবে কেলেঙ্কারি চলছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও অমিত শাহকে শুভেন্দু দিয়েছেন বলে দেখা যাচ্ছে। আর এরপরেই সোশ্যাল মিডিয়াতে লম্বা একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা।

সেখানে তিনি লিখেছেন, '' ডিয়ার (ভাইপো) লটারির সাথে শাসকদল তৃণমূলের সরাসরি সম্পর্ক আছে একথা আমি বরাবর বলে এসেছি। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ই বেশীর ভাগ লটারি কাটেন তাদের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু টিকিট সাধারণ মানুষ কাটলেও লটারির জ্যাকপট পুরষ্কারের অঙ্ক কিন্তু তোলামূলী নেতাদের জন্য সংরক্ষিত।

আগেও জানা যায় যে অনুব্রত মন্ডল ডিয়ার (ভাইপো) লটারির প্রথম পুরস্কার; ১ কোটি টাকা জিতেছেন, এখন আবার দেখছি গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী প্রথম পুরস্কার; ১ কোটি টাকা জিতেছেন। সত্যি তৃণমূল নেতাদের ভাগ্য বটে, ডিয়ার (ভাইপো) লটারির প্রথম পুরস্কার একেবারে বাঁধা। আসলে এই লটারির আড়ালে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হচ্ছে। এই বিষয়ে গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ জী কে বিস্তারিত জানিয়ে আমি একটি চিঠিও দিয়েছিলাম। তখন এই সব খবর প্রকাশিত হয় নি''। ( ফেসবুকে করা শুভেন্দু অধিকারীর পোস্টটু হুবহু তুলে ধরা হল)

শুধু তাই নয়, ফেসবুক পোস্টে একেবারে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি তৃণমূল নেতারা কালো টাকা সাদা ডিয়ার লটারির মাধ্যমে করছেন বলেও দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, ভয়ঙ্কর এই কেলেঙ্কারির মধ্যে পড়ে বাংলার দরিদ্র মানুষ সর্বস্বান্ত হচ্ছেন বলেও অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের।

English summary
Suvendu adhikari talks about corruption in the name of lottery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X