'মেদিনীপুরে জমি হারিয়েছেন', পাল্টা জবাবে তৃণমূল নেতাকে 'বাড়িতে নিমন্ত্রণ' শুভেন্দুর
বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু মেদিনীপুরে মাটি হারিয়েছে। শুভেন্দুর রোড শোকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। পাল্টা আক্রমণ শানিয়ে সৌগতকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, গণনার দিন সৌগত রায় আমার বাড়িতে ভাত খাবেন। আমার নির্বাচনী প্রচারে ওনাকে আসতে হয়নি। ওনার ভোটের প্রচারে আমি গিয়েছিলে। রিগিং করে ব্যারাকপুরে ভোটে দিতেছিলেন সৌগত এমনও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।


শুভেন্দুকে আক্রমণ সৌগতর
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে মেদিনীপুরে জমি হারিয়েছে। ওঁর ঔদ্ধত্যে কাঁথির মানুষ বাঁচতে পারছিলেন না। এখন তাঁরা নিঃশ্বাস নিয়ে বাঁচছেন। গতকালে তৃণমূলের মিছিলেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানিয়েছিলেন সৌগত রায়। এই সৌগত রায়ই শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব মেটাতে উদ্যোগী হয়েছিলেন তাঁর মধ্যস্থতাতেই একাধিকবার শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী।

সৌগতকে পাল্টা আক্রমণ শুভেন্দু
সৌগতর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা তৃণমূল কংগ্রেস নেতাকে আক্রমণ শানিয়ে বলেছেন, সৌগত রায় রিগিং করে জিতেছিলেন ব্যারাকপুরে। তাঁকে নির্বাচনে জেতাতে শুভেন্দু অধিকারীকে জেতাতে হয়েছিল। শুভেন্দুকে জেতাতে সৌগত রায়কে যেতে হয়নি। বিধানসভা ভোটের গণনার দিন সৌগত রায় কাঁর বাড়িতে ভাত খাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

নৈতিকতা হারিয়েছেন শুভেন্দু
সৌগত রায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন বিজেিপতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী নৈতিকতা হারিয়েছে। পাল্টা আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন , তৃণমূল কংগ্রেসের কোনও নেতার নৈতিকতা নেই। ১৯৯৮ সালে কাঁথিতে দ্বিতীয় হয়েছিল তৃণমূল। এবারও দ্বিতীয় হবে। অধিকারী পরিবারই তৃণমূল কংগ্রেসকে প্রথম করেছিল কাঁথিতে। সেটা এবার বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর রোড শো
গতকাল তৃণমূল কংগ্রেসের সভার পাল্টা মিছিল করেছে শুভেন্দু অধিকারী। শক্তি প্রদর্শনে মরিয়া বিজেপি। আড়াই ঘণ্টাও বেশি সময় ধরে চলছে শুভেন্দুর রোড শো। জনজোয়ারে শুভেন্দু গাড়ি এগোতে পারছে না এমন পরিস্থিতি হয়েছে। সেই রোড শো থেকেই তৃণমূল কংগ্রেসকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। এবার ২০০-র বেশি আসন পাবে বিজেপি।