For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে! আশঙ্কার চিঠি রাজ্যপালের কাছে পৌঁছতেই ধনখড় নিলেন পদক্ষেপ

শুভেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে! আশঙ্কার চিঠি রাজ্যপালের কাছে পৌঁছতেই ধনখড় নিলেন পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

গতকালই তিনি বিধায়ক পদ ছেড়েছেন। আর আজ ছাড়লেন দল। শুভেন্দু অধিকারী কার্যত অমিত শাহের সভার আগেই নিজের অবস্থান বঙ্গ রাজনীতিতে প্রকাশ করতে শুরু করেছেন। এদিকে, গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেই রাজ্যপালের কাছে চিঠি দিয়েছিলন শুভেন্দু অধিকারী। তারপরই এদিন পদক্ষেপ নেন রাজ্যপাল।

 শুভেন্দু চিঠিতে কোন বক্তব্য পেশ করেন?

শুভেন্দু চিঠিতে কোন বক্তব্য পেশ করেন?

এর আগে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে , রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হতে পারে। আর সেই চিঠি পেয়েই রাজ্যপাল ধনখড় নিলেন ব্যবস্থা।

 রাজ্যপালের পদযক্ষেপ

রাজ্যপালের পদযক্ষেপ


রাজ্যপাল জগদীপ ধনখড় এদিন , মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিষয়টি তুলে ধরেন। শুভেন্দুর আশঙ্কার কথা শুনে তিনি একটি চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠান। আর সেখানেই লেখেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনও মিথ্যা মামলায় কাউকে ফাঁসানো অপরাধমূলক কাজ। সেটি যেন রাজ্যে না ঘটে তার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
করেন ধনখড়।

 রাজ্যপালের তোপ

রাজ্যপালের তোপ

শুভেন্দুর চিঠিকে হাতিয়ারকরে রাজ্যপাল জানান, এককালের সঙ্গীর তরফে আসা এমন এক চিঠিই বলে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আরও বেশি নজর প্রয়োজন। প্রসঙ্গত, এর আগেও রাজ্যপাল ধনখড় মমতাকে আইন শৃঙ্খলা প্রসঙ্গে তোপ দাগতে ছাড়েননি।

শুভেন্দুর চিঠিতে কী ছিল?

শুভেন্দুর চিঠিতে কী ছিল?

জানা গিয়েছে, শুভেন্দুর চিঠিতে তখন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নেতা জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তিনি ও তাঁর অনুগামীরা। চিঠিতে শুভেন্দু জানিয়এছেন, বিধায়ক পদ ছাড়ার পরই তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা মূলক কাজ শুরু হয়েছে। ফলে বিষয়টি যেন রাজ্যপাল নজরে আনেন, তার বার্তা স্পষ্ট এই চিঠি থেকে।

অমিত শাহের সভার আগেই 'অন্তিম' পদক্ষেপ শুভেন্দুর ! মমতাকে চিঠি পাঠিয়ে ছাড়লেন তৃণমূলের সদস্যপদঅমিত শাহের সভার আগেই 'অন্তিম' পদক্ষেপ শুভেন্দুর ! মমতাকে চিঠি পাঠিয়ে ছাড়লেন তৃণমূলের সদস্যপদ

English summary
Suvendu Adhikari sends letter to Governor apprehending criminal case, Dhankar takes step
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X