For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতেই আছেন বিধায়ক, তৃণমূলে যাচ্ছেন না! হিরণকে পাশে নিয়ে বললেন শুভেন্দু

নিজাম প্যালেস শুভেন্দু হিরণের পিঠ চাপড়ে বলেছিলেন, হিরণ দুদিন বাইরে গিয়েছিল কত জল্পনা। এদিন বললেন হিরণ বিজেপিতেই আছেন।

  • |
Google Oneindia Bengali News

নিজের রাজনৈতিক গড়ে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বিধায়ক বিজেপিতেই রয়েছেন। তৃণমূল আমাদের বিধায়ক নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তার জবাব দিয়ে হিরণ জানিয়ে দিয়েছে তিনি বিজেপি ছাড়ছেন না।

একটি ছবিকে কেন্দ্র করে রটনা

একটি ছবিকে কেন্দ্র করে রটনা

খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অফিসে গিয়ে সাক্ষাৎ করেন বলে অভিযোগ। তারপর একটি ছবিকে কেন্দ্র করে রটনা শুরু হয়। সেই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি।

হিরণ দেখা করেন শুভেন্দুর সঙ্গে

হিরণ দেখা করেন শুভেন্দুর সঙ্গে

সেই বিতর্কের অবসান ঘটিয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। নিজাম প্যালেসে গিয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বৈঠকের পরদিন ফের অজিত মাইতি আর গোপন কথা ফাঁস করার হুঁশিয়ারি দেন। তবে এদিন প্রকাশ্য সভায় এসে হিরণ বুঝিয়ে দেন তিনি বিজেপিতেই রয়েছেন।

তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর প্রচার করছিল

তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর প্রচার করছিল

শুভেন্দু অধিকারীর সঙ্গে পিংলার মঞ্চে এদিন হাজির ছিলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যয়া। এরপর শুভেন্দু এদিন তাঁর বক্তব্যের শুরুতেই বলেন হিরণ চট্টোপাধ্যায় বিজেপিতেই আছেন। দেখুন আপনাদের মঞ্চেই বসে আছেন। তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর জন্য এইসব প্রচার করেছিল।

তৃণমূলের বিরুদ্ধে ফোটোশপে কারচুরির অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে ফোটোশপে কারচুরির অভিযোগ

এমনকী তিনি এদিন তৃণমূলের বিরুদ্ধে ফোটোশপে কারচুরির অভিযোগও করেন। ফোটোশপ করে হিরণের ছবি দেখানো হয়েছিল বলে জানান তিনি। হিরণও শুভেন্দুর সঙ্গে দেখা করে এবং পরদিন সাংবাদিক বৈঠক করে তা জানিয়েছিলেন। পাল্টা তৃণমূল জানিয়ছিল, তৃণমূল কোনও ফোটোশপ করেনি। বরং পাল্টা যে ছবি দেখানো হয়েছিল বিজেপির তরফে সেটি ফোটোশপ করা।

দুই বিজেপি বিধায়কের সাক্ষাৎ নিয়ে জল্পনা

দুই বিজেপি বিধায়কের সাক্ষাৎ নিয়ে জল্পনা

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দুই বিজেপি বিধায়ক সাক্ষাৎ করতে আসেন বলে খবর রটে। রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে একটি ছবি ভাইরাল হওয়ার পর। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি এরপর বিতর্কে ঘি ঢালতেই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয় জল্পনা।

শুভেন্দু বুঝিয়ে দিলেন কত বড় মিথ্যা সেটা

শুভেন্দু বুঝিয়ে দিলেন কত বড় মিথ্যা সেটা

দিন কয়েক দলবদল নিয়ে জল্পনার মাঝেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজাম প্যালেসে গিয়ে দেখা করেন হিরণ। জল্পনা চলছিল ৪ ফেব্রুয়ারি কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হিরণ যোগ দিতে পারেন। কিন্তু কোনও যোগদানদান সেদিন হয়নি। পরদিন ৫ ফেব্রুয়ারি পাসেই পিংলায় হিরণকে নিয়ে সভা করে শুভেন্দু বুঝিয়ে দিলেন কত বড় মিথ্যা হিরণের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের জল্পনা।

জল্পনা ও গুঞ্জনে ইতি টানলেন হিরণ ও শুভেন্দু

জল্পনা ও গুঞ্জনে ইতি টানলেন হিরণ ও শুভেন্দু

হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিগত কিছুদিন ধরেই বিজেপির সম্পর্ক পেন্ডুলামের মতো দুলছিল। সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে অহি-নকুল সম্পর্কে বারবার হিরণকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল। ফলে তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃণমূলে ফিরতে পারেন বলে গুঞ্জন ছড়ায়। আপাতত সেই জল্পনা ও গুঞ্জনে ইতি টানলেন হিরণ ও শুভেন্দু।

পিংলায় সভা করে শুভেন্দুর বার্তা হিরণকে নিয়ে

পিংলায় সভা করে শুভেন্দুর বার্তা হিরণকে নিয়ে

নিজাম প্যালেস শুভেন্দু হিরণের পিঠ চাপড়ে বলেছিলেন, হিরণ দুদিন বাইরে গিয়েছিল কত জল্পনা। ফিরেই সে আমার সঙ্গে দেখা করেছে। তারপর দিনই তিনি বলেছিলেন হিরণকে নিয়ে তিনি খড়গপুরে সভা করবেন। তারপর খড়গপুরের কাছেই পিংলায় সভা করে তিনি বললেন হিরণ বিজেপি ছেড়ে যাননি, তিনি বিজেপিতেই আছেন।

সিপিএমকে শক্তিশালী করতে জনসংযোগই হাতিয়ার, মানুষের আন্দোলনে কামব্যাকের স্বপ্ন সেলিমেরসিপিএমকে শক্তিশালী করতে জনসংযোগই হাতিয়ার, মানুষের আন্দোলনে কামব্যাকের স্বপ্ন সেলিমের

English summary
Suvendu Adhikari says MLA Hiran Chatterjee in BJP with beside him in Pingla’s rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X