For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায় ভীত-আতঙ্কিত! জামিন অযোগ্য ধারায় করা মামলাকে গুরুত্বে নারাজ শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায় ভীত-আতঙ্কিত! জামিন অযোগ্য ধারায় করা মামলাকে গুরুত্বে নারাজ শুভেন্দু অধিকারী

  • |
Google Oneindia Bengali News

নবান্ন অভিযানে যাওয়া বিজেপি কর্মীদের যদি ভিডিও দেখে কোচবিহার থেকে এগরা পর্যন্ত গিয়ে গ্রেফতার করা যায়, তাহলে কারা একবালপুরে গণ্ডগোল করেছিল এবং থানা দখল করেছিল, তাও ভিডিও দেখেই বের করা যাবে। এদিন মোমিনপুর এবং একবালপুরে হামলায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তদন্তে এনআইএ-র কাজে তারা সন্তুষ্ট নন বলে জানিয়েছে বিরোধী দলনেতা।

মিডিয়াকে ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী

মিডিয়াকে ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত দেশের প্রধান বিচারপতি ইউইউ ললিতকে শুভেচ্ছা জানিয়ে বলেন বিচার ব্যবস্থা ঠিক কাকে বলে, আমরা গত দু-মাসের প্রত্যক্ষ করেছি। মানুষের আস্থা ফিরেছে বিচারব্যবস্থার প্রতি। পরের মুহূর্তেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি বলছেন না যে মানুষের আস্থা চলে গিয়েছিল বিচার ব্যবস্থার ওপর থেকে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। আইন ব্যবস্থার উচিত মানুষের কান্না শোনা ও বোঝা। তিনি বলেন, দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিচার ব্যবস্থাই সহায় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। গণমাধ্যম এখন আইন ব্যবস্থার ওপরে প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে বিরোধী দলনেকা বলেন মিডিয়াকে ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।

বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা

বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা

মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতেই এই সব কথা বলছেন। বিরোধী দলনেতা বলেন. এর আগে নিউ সেক্রেটারিয়েট হস্তান্তরের সময় বিচারপতিরা কী ভাবে বিচার করবেন, তা নিয়ে উপদেশ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হরিয়ানার সুরজকুণ্ডে সবকটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক হলেও সেখানে যাননি মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় সেখানে অনেক কিছু বলার ছিল। কিন্তু সেখানে না গিয়ে এদিন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে বেশ কিছু কথা বলেছেন।

 তিনি ভীত আতঙ্কিত

তিনি ভীত আতঙ্কিত

বিরোধী দলনেতা বলেছেন, পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে যেভাবে বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে, তাতে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভীত এবং আতঙ্কিত। তাঁর পুরো টিমও আতঙ্কিত। সেই কারণে এই ধরনের কথা বলে মন্তব্য করেছেন তিনি।

জামিন অযোগ্য ধারায় মামলা

জামিন অযোগ্য ধারায় মামলা

এদিন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে শুভএন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, তিনি যা সেখানে বলেছিলেন, আবারও বলছেন, মোমিনপুরে হিন্দুরা আক্রান্ত হয়েছে। বাড়ি-ঘর ভাঙা হয়েছে। ওই কথায় পুলিশের কাছে করা অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোগ হেলায় সরিয়ে বলেন, জামিন যোগ্য-অযোগ্য তাঁর কাছে কোনও বিষয়ই নয়। এব্যাপারে তিনি স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করেন। যেখানে বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু। সঙ্গে এটাও বলো, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও আর পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। শুভেন্দু অধিকারী বলেন, তাঁর সার্টিফিকেটের প্রয়োজন নেই। আর এরকম মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে ২১-২২টা করেছেন। তার সঙ্গে আরও দু-চারটে বাড়বে তাতে তাঁর কোনও ক্ষতি হবে না।

বাংলার ছেলেমেয়েদের চাকরির জন্যে ছটমাইয়ার কাছে প্রার্থনা মমতার! দিলেন দিদির অভয় বাংলার ছেলেমেয়েদের চাকরির জন্যে ছটমাইয়ার কাছে প্রার্থনা মমতার! দিলেন দিদির অভয়

English summary
Suvendu Adhikari says, Mamata Banerjee is scared due to the activism of Judiciary.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X