For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা দিদি পিসি হতেই তৃণমূল ছেড়েছেন শুভেন্দু! কয়লা-কাণ্ডের দায় চাপিয়ে ছাড়লেন বাণ

মমতা দিদি থেকে পিসি হতেই তৃণমূল ছেড়েছেন! কয়লা-কাণ্ডের দায় চাপিয়ে বাণ শুভেন্দুর

Google Oneindia Bengali News

কয়লা-কাণ্ডে সম্প্রতি একটি অডিও টেপ ভাইরাল হয়েছে। সেখানে অভিযুক্ত বিনয় মিশ্র ও কয়লা ব্যবসায়ী গণেশ বাগারিয়ার সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো সম্বোধনে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করলেন তাঁর তৃণমূল ছাড়ার কারণ।

পুলিশের ভ্যানে টাকা পৌঁছে দেওয়া হত!

পুলিশের ভ্যানে টাকা পৌঁছে দেওয়া হত!

শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে নিয়ে বারবার অভিযোগ উঠেছে। আমি এতদিন অভিযোগ করে এসেছি। আজ তা সত্যি হয়েছে। দায় এড়াতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর অভিযোগ, ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে। এই দুর্নীতিতে পুলিশের ভ্যানে টাকা পৌঁছে দেওয়া হত।

দিদি থেকে পিসি হতেই সরে যান শুভেন্দু

দিদি থেকে পিসি হতেই সরে যান শুভেন্দু

শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দিদি ছিলেন, ততদিন আমরা তাঁর সঙ্গে ছিলাম। কিন্তু তিনি দিদি থেকে যেদিন পিসি হলেন, তখনই আমরা সরে গেলাম। শুধু শুভেন্দু নন, দীনেশ ত্রিবেদীও বলেন, তৃণমূল সরকারের আমলে দুর্নীতিতে এই কয়লা-কাণ্ড হিমশৈলের চূড়ামাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতেন, বসেছিলেন ধৃতরাষ্ট্র হয়ে।

অভিষেক ভাইপো আর মুখ্যমন্ত্রী পিসি!

অভিষেক ভাইপো আর মুখ্যমন্ত্রী পিসি!

শুভেন্দু পুরো সাংবাদিক সম্মেলনে ভাইপো বলেই সম্বোধন করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর মতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন মুখ্যমন্ত্রী আর পিসি। মমতা দিদি থেকে পিসি হয়েছেন বলেই তিনি আর তৃণমূলে নেই এমন মন্তব্য করে বিধানসভী ভোট চলাকালীন নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

অমিত নিলেন নাম, শুভেন্দুর মুখে ভাইপো

অমিত নিলেন নাম, শুভেন্দুর মুখে ভাইপো

অমিত মালব্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিযোগ করেছেন। কয়লার পাশাপাশি গরু পাচার নিয়েও অভিযোগ করেছেন। শুভেন্দু নাম না নিলেও অভিযোগ করেছেন মাসে পাচারের ৪০ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এভাবে সাত বছরে মোট ৯০০ কোটি পৌঁছে গিয়েছে ভাইপোর কাছে।

কুণাল ঘোষ সামালালেন শুভেন্দুর বাক্যবাণ

কুণাল ঘোষ সামালালেন শুভেন্দুর বাক্যবাণ

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, এই অভিযোগ সমূলে উৎখাত করেছেন। তিনি বলেন, যে সমস্ত এলাকায় কয়লা-গরু পাচারের অভিযোগ করছেন শুভেন্দুবাবু, উনিই ছিলেন ওই এলাকায় পর্যবেক্ষক। তখন তিনি কিছু বলেননি। তাঁকে সরিয়ে দেওয়ার পরই এসব বলছেন। নির্বাচনে হার নিশ্চিত জেনেই মিথ্যা অভিযোগ করছেন শুভেন্দু। বিজেপি যে হারছেই তা পরিষ্কার হয়ে গেল এই অভিযোগেই।

নিমতিতা বিস্ফোরণে মন্ত্রীর জখম হওয়ার ঘটনায় জাল গোটাচ্ছে এনআইএ, তৃণমূল প্রার্থীকে নোটিশ নিমতিতা বিস্ফোরণে মন্ত্রীর জখম হওয়ার ঘটনায় জাল গোটাচ্ছে এনআইএ, তৃণমূল প্রার্থীকে নোটিশ

English summary
Suvendu Adhikari says he leaves TMC after Mamata Banerjee’s transformation to pisi from didi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X