For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? টেট আন্দোলনকারীদের উপরে পুলিশি অভিযানের নিন্দায় শুভেন্দু

পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? টেট আন্দোলনকারীদের উপরে পুলিশি অভিযানের নিন্দায় শুভেন্দু

Google Oneindia Bengali News

টেট পরীক্ষার্থীদের উপরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ হিটলারের শাসনের জার্মানিতে পরিণত হয়েছে।বৃহস্পতিবার মধ্যরাতে জোর করে করুনাময়ী থেকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তুলে দেয় পুলিশ। হাইকোর্টের ১৪৪ ধারা বহাল রাখতেই এই পদক্ষেপ বলে দাবি পুলিশের।

মমতা সরকারকে নিশানা শুভেন্দুর

মমতা সরকারকে নিশানা শুভেন্দুর

টেট উত্তীর্ণদের উপরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতেই তিনি প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ' পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? ' পুলিশের অভিযানের তীব্র নিন্দা করেছেন তিনি।

মধ্যরাতে পুলিশি অভিযান

মধ্যরাতে পুলিশি অভিযান

বৃহস্পতিবার সন্ধে থেকেই পুলিশি তৎপরতা বেড়েছিল করুনাময়ী চত্ত্বরে। টেট আন্দোলনকারীরাও বিক্ষোভে অনড়। কিছুতেই চাকরি না নিয়ে তাঁরা যাবেন না বলে সরব হয়েছিলেন। রাত যত গড়িয়েছে তত তৎপরতা বেড়েছে পুলিশের। শেষে রাত দেড়টা থেকে পুলিশ অপারেশন শুরু করে। ২০১৪-র টেট উত্তীর্ণদের জোর করে তুলে দেওয়া হয় বিক্ষোভ স্থল থেকে। টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়। তারপরে ২০১৭-র টেট উত্তীর্ণদের বিক্ষোভও উঠিয়ে দেওয়া হয়।

নিখোঁজ তিন আন্দোলনকারী

নিখোঁজ তিন আন্দোলনকারী

গতকালের পুলিশি অভিযানের তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তার প্রতিবাদে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এই ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১টায় পথ অবরোধের ডাক দিয়েছে বিজেপি। পথে নামছে কংগ্রেস এবং বামেরাও। দুপুর সাড়ে ১২টা নাগাদ করুনাময়ীতে জমায়েতের ডাক দিয়েছে এসএফআই-ডিওয়াইএফআই। পুলিশি অভিযানের পর থেকেই তিন নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না। অচিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত এবং অর্ণব ঘোষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। পুলিশই তাদের তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তিন নেতার গায়ে একটু আঁচ লাগলে লাশ পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বড় আন্দোলনের হুঁশিয়ারি

বড় আন্দোলনের হুঁশিয়ারি

টেট উত্তীর্ণরা হুঁশিয়ারি দিয়েছে সকাল ১১টার মধ্যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের তিন নেতাকে হাজির না করা হলে বড় আন্দোলনে নামবেন। পুলিশ তাঁদের লুকিয়ে রেখেৃছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এই তিন নেতাই মূলক গোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ তিনজনকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর থেকে তাদের আর হদিশ পাওয়া যাচ্ছে না।

একদিকে সিতরাং চোখ রাঙানি,আরেক দিকে অমাবস্যার ভরা কোটাল, উপকূলে জারি বিশেষ সতর্কতাএকদিকে সিতরাং চোখ রাঙানি,আরেক দিকে অমাবস্যার ভরা কোটাল, উপকূলে জারি বিশেষ সতর্কতা

English summary
Suvendu Adhikari attack Mamata Government in protest of Police action against TET Agitator
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X