For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর পরিবারে ফের পদ্ম ফুটবে, অধ্যক্ষকে লেখা দিব্যেন্দুর চিঠিই জল্পনার মূলে

অধিকারী পরিবারে রামনবমীর আগে ফের পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সেই চ্যালেঞ্জই কি সত্যি হতে চলেছে এবার। শুভেন্দুর সেজ ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর লেখা একটি চিঠিই সেই জল্পনার বাতাবরণ তৈরি করেছে।

Google Oneindia Bengali News

অধিকারী পরিবারে রামনবমীর আগে ফের পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সেই চ্যালেঞ্জই কি সত্যি হতে চলেছে এবার। শুভেন্দুর সেজ ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর লেখা একটি চিঠিই সেই জল্পনার বাতাবরণ তৈরি করেছে। তিনি লোকসভার অধ্যক্ষকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন।

অধ্যক্ষের সময় চেয়ে দিব্যেন্দুর চিঠি, জল্পনা

অধ্যক্ষের সময় চেয়ে দিব্যেন্দুর চিঠি, জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন। তিনি এক সরকারি কর্মসূচিতে অংশষ নেবেন। হলদিয়ার সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। এরপরই জল্পনার সূত্রপাত হয়। প্রকাশ্যে আসে লোকসভার অধ্যক্ষের সময় চেয়ে দিব্যেন্দুর চিঠির।

মোদীর সভায় দিব্যেন্দু অধিকারী আমন্ত্রণ পেতেই

মোদীর সভায় দিব্যেন্দু অধিকারী আমন্ত্রণ পেতেই

প্রথম প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন দিব্যেন্দু অধিকারী। তারপর লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখলেন। আবার তার আগে দিব্যেন্দু একই দিনে তিনটি পদ খোয়ালেন। মোদীর সভায় দিব্যেন্দু অধিকারী আমন্ত্রণ পেতেই এমন ঘটনার ঘনঘটা একে একে সামনে আসছে। শুরু হয়েছে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা।

অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে!

অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে!

বিগত দু-মাস ধরে রাজ্যে মেগা যোগদান চলছে। তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। এই অবস্থায় অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়ে যায়। এমনকী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেই দিল্লিতে যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। যদিও দিব্যেন্দু এসবই অস্বীকার করেছেন।

বিজেপি-যোগের জল্পনা উড়িয়ে কীসের বার্তা

বিজেপি-যোগের জল্পনা উড়িয়ে কীসের বার্তা

তিনি জানান, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন তিনি দিল্লি যাননি। সংসদের যাওয়ার জন্য অধ্যক্ষকে তা জানিয়ে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি এখনও বিজেপিতে যোগদানের বিষয়ে কিছু ভাবেননি বলে জানান। তবে বিজেপি-যোগের জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেননি। বলেন, পরে ভাবা যাবে। এরপরই চর্চা শুরু হয়ে যায় তাঁর দলত্যাগ নিয়ে।

কাঁথি থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায়ের পর

কাঁথি থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায়ের পর

শুভেন্দু জানিয়েছিলেন, রামনবমীর আগেই কাঁথির অধিকারী গড়ে আরও পদ্ম ফুটবে। আর শুধু অধিকারী গড়েই নয়, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফুটবে। কাঁথি থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করার পর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে ভাববেন বলেও হুঙ্কার ছাড়েন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এর আগে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু যোগ দিনে বিজেপিতে। এবার জল্পনায় সেজ ভাই দিব্যেন্দু।

English summary
Suvendu Adhikari’s brother Dibyendu Adhikari increases speculation to join BJP before 2021 election. He writes a letter to Lok Sabha speaker to meet with him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X