For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুনের গড়ে বিশেষ দায়িত্বে শুভেন্দু, ব্যারাকপুরে কৌশল বদল বিজেপির

অর্জুনের গড়ে বিশেষ দায়িত্বে শুভেন্দু, ব্যারাকপুরে কৌশল বদল বিজেপির

Google Oneindia Bengali News

ব্যারাকপুর,টিটাগড়, খড়দহ। উত্তর ২৪ পরগনার তিন এলাকাকে অর্জুনের গড় বলেই জানে রাজনৈতিক মহল। সেই অর্জুন সিং ফুল বদল করেছেন। পদ্মশিবির ছেড়ে ফিরে গিয়েছেন ঘাসফুল শিবিরে। স্বাভাবিক ভাবেই িবজেপি ভোট যে এই তিন কেন্দ্রে ভাগ হয়ে যেতে বসেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সেকারণে বিজেপির ভোট ধরে রাখতে অর্জুনের মোকাবিলায় শুভেন্দুকেই দায়িত্ব দিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার থেকে ব্যারাকপুরে বিজেপির দায়িত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ব্যারাকপুরের দায়িত্বে শুভেন্দু

ব্যারাকপুরের দায়িত্বে শুভেন্দু

অর্জুনের মোকাবিলায় শুভেন্দুকে সামনে রাখল বিজেপি। সোমবার নিউটাউনে বঙ্গ বিজেপির জরুরি বৈঠক হয়েছিল। তাতে অর্জুনের গড়ের দািয়ত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। লোকসভা ভোটের আগে হঠাৎ করে অর্জুনের ঘরওয়াপসিতে যে পদ্মশিবির বড় ধাক্কা খেয়েছে তাতে কোনও সন্দেহ নেই। অর্জুনের দৌলতেই খড়দা, টিটাগড় ও ব্যারাকপুরে বিজেপির ভোট বেড়েছিল। সেই ভোট ব্যাঙ্ক বড় ধাক্কা খাবে অর্জুনের দলবদলের জেরে। সেই গড় ধরে রাখতে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর উপরেই ভরসা করেছে বঙ্গ বিজেপি।

নিউটাউনে জরুরি বৈঠক

নিউটাউনে জরুরি বৈঠক

গতকালই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অর্জুন সিং। তারপরেই দলের পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নিউটাউনে দলের রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। সেই বৈঠকেই শুভেন্দুকে ব্যারাকপুরের বিজেপির দায়িত্বে েদওয়া হয়েছে। বিজেপির ভোট ব্যাঙ্কে যাতে ভাঙন না ধরে সেটার জন্যই আরও তোরজোর শুরু করে দিয়েছেন সুকান্ত।

অর্জুনের ঘরওয়াপসি

অর্জুনের ঘরওয়াপসি

গত কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাটের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন বিজেপি সাংসদ। তখন থেকে তাঁর দল বদলের জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শেষে এক প্রকার ইঙ্গিত দিতেই বিজেপি ছেড়ে ঘাসফুলে ফিরে যান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তাঁর।

দলবদলের শঙ্কা বাড়ছে বিজেপিতে

দলবদলের শঙ্কা বাড়ছে বিজেপিতে

প্রথমে মুকুল রায়। তারপরে রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার অর্জুন সিং। একুশের ভোটের আগে যাঁরা সামনে থেকে বিজেপির হয়ে লড়েছিলেন তাঁরা সকলেই ফিরতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেেস। একাধিক বিজেপি নেতা বিদ্রোহী। প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। অর্জুন সিংয়ের পর অনুপম হাজরা বেসুরো হয়ে উঠেছেন। অর্জুনের দল বদলের প্রসঙ্গ টেনে বিজেপির আত্মসমীক্ষা জরুরি রয়েছে বলে ফেসবুক পোস্টে লিখেছেন তিনি।

 অর্জুনকে নিয়ে বড় লাভ হবে না! ধারা বজায় রেখে মমতা-অভিষেকের সিদ্ধান্তের 'বিপরীতে' সৌগত রায় অর্জুনকে নিয়ে বড় লাভ হবে না! ধারা বজায় রেখে মমতা-অভিষেকের সিদ্ধান্তের 'বিপরীতে' সৌগত রায়

English summary
Arjun Singh join TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X