For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিস-কাণ্ডে সিবিআই দাবিতে সহমত শুভেন্দু, পরিবারকে দেবেন আইনি সহায়তা

আনিস-কাণ্ডে সিবিআই দাবিতে সহমত শুভেন্দু, পরিবারকে দেবেন আইনি সহায়তা

  • |
Google Oneindia Bengali News

আমতার ছাত্র-নেতা আনিস মৃত্যু-রহস্যে সিবিআইয়ের দাবিতে অনড় পরিবার। তাঁদের সেই দাবির সমর্থনে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই কথার পুনরাবৃত্তি শোনা গলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়ে। শুভেন্দুর সাফ কথা, সিবিআই তদন্ত না হলে সত্য সামনে আসবে না।

আনিস-কাণ্ডে সিবিআই দাবিতে সহমত শুভেন্দু, পরিবারকে দেবেন আইনি সহায়তা

আনিসের বাবা সেলিম খান, বারবার বলছেন সিট বা রাজ্য পুলিশের উপর তাদের কোনও ভরসা নেই। তারা ভরসা করে সিট বা রাজ্য পুলিশকে মোবাইল ফোন তুলে দিতে পারছেন না এবং পুনর্বার ময়নাতদন্তের সম্মতিও দিতে পারছেন না। একমাত্র সিবিআই যদি বলে তবেই, আমরা মোবাইল বা ময়নাতদন্তের সম্মতি দেব। নতুবা নয়।

বুধবার সকাল থেকেই আনিসের বাড়িতে গিয়ে বাগনান থানার আইসি এবং সিটের প্রতিনিধিরা বুঝিয়েছেন পরিবারকে। কিন্তু তারা সিটের তদন্তে সহযোগিতা করতে চাইছেন না। তারা সিবিআইকেই চান। তাঁদের সেই দাবির সমর্থনে এদিন শুভেন্দু অধিকারী বলেন, যথার্থ দাবিই জানিয়েছেন আনিসের বাবা-দাদা।

রাজ্যের পুলিশ কখনই সত্য সামনে আনবে না। তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাবে। একমাত্র সিবিআই তদন্ত হলেই সত্য সামনে আসবে, অন্যথায় নয়। আনিসের পরিবার যদি চায়, তবে আইনি সাহায্য দিতে তিনি প্রস্তুত। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোলসা করে দিলেন সেই কথা। তিনি যে সিবিআই দাবিতে আনিসের পরিবারের পাশে থাকবেন তাও জানিয়ে দিলেন সাফ।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে কমিশন, সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে কমিশন, সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি

এর আগেও আনিস-মৃত্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আনিসের পরিবারের সঙ্গে আমি একমত। পুলিশই মেরেছে আনিসকে। রাজ্য সরকার এর কী করবে। সেন্ট্রাল এজেন্সি ছাড়া এই মামলার তদন্ত হবে না। অন্য কেউ এর তদন্ত করেত পারে না। আনিসের বাবার স্টেটমেন্ট আমি শুনেছি। একেবারে যথাযথ স্টেটমেন্ট। সিবিআই চেয়েছে। পুলিশই তো মেরেছে। পুলিশ আর তৃণমূলের গুন্ডা আর পুলিশ মিলে মেরেছে, সোজাসাপ্টা বললেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, আনিসের দাদার সঙ্গে আমরা কথা হয়েছে ওদের আইনি সাহায্য দেব। শুভেন্দু এর আগে পুলিশের বিরুদ্দে তোপ দেগে বলেন, এসপি ও জয়েন্ট এসপির নির্দেশে পুলিশ গিয়েছিল আনিসের বাড়িতে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার ও জয়েন্ট পুলিশ সুপারকে সাসপেন্ড ও গ্রেফতার করা উচিত। নীচুতলার পুলিশ কর্মীদের সাসপেন্ড করে নিজেরা বাঁচতে চাইছে। শুভেন্দু অধিকারী বলেন, সিটের মাথায় যিনি তিনিই তো রিজ-কাণ্ডে অভিযুক্ত ছিলেন।

Recommended Video

কাঁথি পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারী প্রচার | oneindia bengali

English summary
Suvendu Adhikari gives legal support to Anis Khan’s family on demand of CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X