For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে 'কায়দা করে জয়' শুভেন্দুর! প্রাক্তন বিজেপি নেতাকে মানহানির নোটিশ শুভেন্দুর

নন্দীগ্রামে 'কায়দা করে জয়' শুভেন্দুর! প্রাক্তণ বিজেপি নেতাকে মানহানির নোটিশ শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

চাপ বাড়ল জয়প্রকাশ মজুমদারের। প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে মানহানির মামলার পথে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তাঁর জয় নিয়ে গত কয়েকদিন বিস্ফোরক মন্তব্য করেছিলেন জয়প্রকাশ মজুমদার। এমনকি কায়দা করে শুভেন্দু জিতেছিলেন বলেও চাঞ্চল্যকর দাবি করেন তিনি। আর এহেন মন্তব্যকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ইতিমধ্যে মানহানির নোটিশ জয়প্রকাশ মজুমদার পেয়েছেন বলেও জানিয়েছেন। ফলে নতুন করে নন্দীগ্রাম ইস্যুতে আইনি লড়াই শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আমি সেই সময় বিজেপিতে ছিলাম

আমি সেই সময় বিজেপিতে ছিলাম

গত কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। আর এরপরেই শুভেন্দু অধিকারীর জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার। কুণাল ঘোষকে মাঝে বসিয়েই নন্দীগ্রামে বিজেপি বিধায়কের জয় নিয়ে প্রশ্ন তোলেন দুই প্রাক্তন বিজেপি নেতাই। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সেই সময় বিজেপিতে ছিলাম। আমাকে নিজে ফোন করে বলেছিলেন নন্দীগ্রামে হেরে গিয়েছি। এরপর কোন জাদুবলে আবার পাল্টাল! যদিও এই বিষয়ে তেমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেননি তৃণমূল নেতা। তবে নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলে ছিলেন, বুকে হাত দিয়ে বলুন তো স্বচ্ছ ভোট হয়েছে নন্দীগ্রামে! আর এরপরেই নন্দীগ্রামে নতুন করে ভোট কিংবা গণনার দাবিও জানান রাজীব। পাশে বসে থাকা রাজীবকে সমর্থন করেন জয়প্রকাশ।

পরে জানলাম জিতলেন শুভেন্দু!

পরে জানলাম জিতলেন শুভেন্দু!

তিনি সেই সুত্র ধরেই বলেছিলেন, ২০২১ এর ফলের পর আমি হেস্টিংস থেকে পিসি করে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জিতেছেন। পরে জানলাম জিতলেন শুভেন্দু! পরে তাঁকে জিজ্ঞাসা করেছিলাম। রহস্যময় হেসে বলেছিল, জয়প্রকাশ দা, অনেক কায়দা করতে হয়েছে। তবে কি কায়দা সে বিষয়ে স্পষ্ট ভাবে শুভেন্দু কিছু জানানি বলে দাবি করেছিলেন জয়প্রকাশ। আর এহেন মন্তব্য ঘিরেই জটিলতা।

 যা সত্যি তাই বলেছি

যা সত্যি তাই বলেছি

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়প্রকাশ বলেন, যা সত্যি তাই বলেছি। তাতে ওনার এত গাত্রদাহের কি আছে? উনি ভয় পাচ্ছেন বলেই চিঠি দিয়েছেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের। শুধু তাই নয়, চিঠির উত্তর ঠিক সময়ে দেবেন বলেও জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, সত্যটা কখনও উল্টো যাবে না। উনি আমাকে যা বলেছিলেন তাই বলেছি। এবার সেটা আইনত কায়দা নাকি আইনত নয় সেটা তো কিছু বলিনি। শুধু তাই নয়, নন্দীগ্রাম নিয়ে একটা মামলা চলছে তা দ্রুত শুনানির আবেদন জানান তৃণমূল নেতা।

আইনি লড়াই জারি থাকবে।

আইনি লড়াই জারি থাকবে।

জানা গিয়েছে, চার পাঁচ দিন আগে জয়প্রকাশ মজুমদারকে এই নোটিশ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। আর যা নিয়ে নতুন করে তুঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিরোধী দলনেতা। তবে আইনজীবী সূত্রে খবর, আইনি লড়াই জারি থাকবে।

তৃণমূল নয় উপনির্বাচনে CPIML-এর সমর্থন CPIM প্রার্থীকে! বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক সেলিমের তৃণমূল নয় উপনির্বাচনে CPIML-এর সমর্থন CPIM প্রার্থীকে! বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক সেলিমের

English summary
Suvendu Adhikari files Defamation case against TMC leader Jayprakash Majumdar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X