For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভোটের হাওয়া নিয়ে আত্মবিশ্বাসের সুর শুভেন্দুর কণ্ঠে, 'ম্যাজিক ফিগার' নিয়ে বড় বার্তা বিজেপি প্রার্থীর

Google Oneindia Bengali News

পঞ্চমদফার ভোট পর্বের মধ্যে দফায় দফায় কিছু বিক্ষিপ্ত সংঘাতের ছবি উঠে আসে বাংলার ভোটচিত্রে। তারই মাধঝে দেখা যায়, বিধাননগরের অশান্তির ছবি। সল্টলেকের শান্তিনগরে তৃণমূল বনাম বিজেপির সংঘাতের মধ্যে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে ফোন করে সেখানের খবর নেন শুভেন্দু। অমনই খবর জানা গিয়েছে। এদিকে, নদিয়ার গয়েসপুরের অশান্তি নিয়েও বীরভূমের ইলামবাজারের প্রচারে গিয়ে সরব হতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে। একই সঙ্গে আত্মবিশ্বাসের সুরে শুভেন্দু জানান দেন তাঁর দলের জয়ের বিষয়ে তিনি কতটা নিশ্চিত।

দু'পক্ষের সংঘাত নিয়ে শুভেন্দু

দু'পক্ষের সংঘাত নিয়ে শুভেন্দু

ইলামবাজারের জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, এমন সংঘর্ষ তৃণমূলের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। পুলিশের একটা অংশ কয়লা , গরু, বালি পাচারের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ ছিল শুভেন্দুর। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর অভিযোগ বাকি কিছু তোলাবাজ ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই।

আত্মবিশ্বাসের সুর

আত্মবিশ্বাসের সুর

কণ্ঠে আত্মবিশ্বাস ভরে শুভেন্দু এদিনও দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। তিনি দাবি করেন, ঘাসফুল শিবিরের সঙ্গে যে মানুষ নেই , আর তার জন্য দলে দলে মানুষ বেরিয়ে যে ভোট দিতে যাচ্ছেন, এটাতেই আতঙ্কিত হয়ে মারপিট করছে তৃণমূল। শুভেন্দুর দাবি এটি ভোট কমানোর চেষ্টা তৃণমূলের।

ম্যাজিক ফিগার নিয়ে বার্তা

ম্যাজিক ফিগার নিয়ে বার্তা

বিজেপির অন্যতম হেভিওয়েটে নেতা শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিতভাবে আসছে। ১৮০ সিটে ভোট হয়ে গেল। শুভেন্দু দাবি করেছেন, আর কয়েকটা আসনে বিজেপি ভোট পেলেই ম্যাজিক ফিগার ক্রস করে যাবে।

মমতা সম্পর্কে ফের কটাক্ষ

মমতা সম্পর্কে ফের কটাক্ষ

শুভেন্দু এদিনও কটাক্ষের সুরে মমতাকে বিঁধে জানিয়েছেন, দিদিমনি যতদিন ছিলেন আমিও ততদিন ছিলাম, যেদিন থেকে উনি পিসিমনি হয়েছেন আমিও দল ছেড়েছি। অনুব্রত গড়ে গিয়ে শুভেন্দু রাঢ়বাংলার ওই তাবড় নেতাকে 'তৃণমূলের সুপারম্যান' বলে কটাক্ষ করেন।

English summary
Suvendu Adhikari confident of Wining in Nandigram and Bengal in Assembly poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X