For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে সরিয়ে দায়িত্ব এবার শুভেন্দুকে! বিধায়কদের ঘরওয়াপসির গুঞ্জনের মাঝে নতুন জল্পনা

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আসন্ন একুশের নির্বাচনের আগে দলের অন্দরে সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। এরই মধ্যে মুকুল রায় জল্পনা বাড়িয়ে জানিয়ে দিয়েছেন জায়গা ছাড়ার কথা।

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আসন্ন একুশের নির্বাচনের আগে দলের অন্দরে সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। এরই মধ্যে মুকুল রায় জল্পনা বাড়িয়ে জানিয়ে দিয়েছেন জায়গা ছাড়ার কথা। তাঁর সেই বার্তার পর স্বভাবতই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এবার জানা গেল ভিতরে ভিতরে অনেক ক্ষেত্রেই সমীকরণ বদলাচ্ছে বিজেপির।

মুকুলকে সরিয়ে শুভেন্দুকে দায়িত্ব

মুকুলকে সরিয়ে শুভেন্দুকে দায়িত্ব

মুকুল রায়কে সরিয়ে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দুকে। যেমন এতদিন মতুয়া ভোটের লক্ষ্যে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখতেন খোদ মুকুল রায়। শান্তনুকে বিজেপিতে নিয়ে আসা থেকে সাংসদ বানানো এবং এতদিন পর্যন্ত মুকুল-কৈলাশরাই মাধ্যম ছিলেন। কিন্তু বিজেপি এবার মুকুলকে সরিয়ে শুভেন্দুকে দায়িত্ব দিয়েছে।

‘বেসুরো' শান্তনু ঠাকুরকে বোঝানোর দায়িত্ব

‘বেসুরো' শান্তনু ঠাকুরকে বোঝানোর দায়িত্ব

বিজেপি কিছুতেই শান্তনুকে চটাতে চাইছে না। ২০২১-এর আগে শান্তনু ঠাকুর মুখ ঘুরিয়ে নেওয়া মানে বিজেপির মতুয়া ভোটে প্রভাব শেষ হয়ে যাবে। তাই 'বেসুরো' শান্তনু ঠাকুরকে বোঝানোর দায়িত্বও এবার হাতবদল হয়েছে। মুকুলের হাত থেকে দায়িত্ব বর্তেছে শুভেন্দুর কাঁধে। শান্তনু এখন তাকিয়ে বৃহস্পতিবারের দিকে।

জায়গা ছাড়তে জানতে হয়, মুকুলের বার্তা

জায়গা ছাড়তে জানতে হয়, মুকুলের বার্তা

শুভেন্দু আসার পর মুকুল রায় ফের নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন। এর মধ্যে আবার কালনার জনসভা থেকে প্রকাশ্যেই বলেছেন, জায়গা ছাড়তে জানতে হয়। তিনি জায়গা ছেড়ে দিতে জানেন। বলেন, নতুনদের সুযোগ দিতে হবে। তাঁর এই বার্তার পর মুকুল রায়কে নিয়ে জল্পনা শুরু হয়।

মুকুল রায় ঘনিষ্ঠ বনগাঁর বিধায়ক বেসুরো

মুকুল রায় ঘনিষ্ঠ বনগাঁর বিধায়ক বেসুরো

এখন আবার মুকুল রায় ঘনিষ্ঠ বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস বেসুরো গাইছেন। তিনি বিধানসভায় দেখা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে বৈঠক করেছেন। তারপর জল্পনার পারদ আরও চড়েছে। বিশ্বজিতের সঙ্গে আবার বিজেপিতে যাওয়া আরও এক বিধায়ক সুনীল সিংও মমতার দরবারে গিয়েছেন।

অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু-রাজীব

অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু-রাজীব

এখন বিজেপিতে মুকুল রায়ের বদলে অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু-রাজীবরা। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হিসেবে যে জায়গায় ছিলেন, তেমনই আছেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপির অন্দরের সমীকরণে জল্পনা বাড়ছে

বিজেপির অন্দরের সমীকরণে জল্পনা বাড়ছে

এর আগে দিল্লিতে দরবার করে অমিত শাহকে বলেছিলেন তাঁকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না বাংলার ভোটে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হওয়ার পরও মুকুল রায় বিজেপিতে কাজ পাচ্ছেন না বলে অভিযোগ করে বসে আছেন। তারপর মুকুল রায় ফের জায়গা ছাড়ার বার্তা দিলেন। এবং তাঁর জায়গায় শুভেন্দুকেও দায়িত্ব দেওয়া হল। তাই অন্দরের সমীকরণে জল্পনা কিন্তু বেড়েই চলেছে।

English summary
Suvendu Adhikari comes on place of Mukul Roy in BJP before West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X