For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯০০ কোটি টাকা 'ভাইপো'র কাছে গিয়েছে, কয়লাৃকাণ্ডে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে, কয়লা পাচার চক্র চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

Google Oneindia Bengali News

কয়লা পাচার চক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না এই দুর্নীতির। শুভেন্দুর অভিযোগ, ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অনুপ মাজি-সহ অনেকে পুলিশের একাংশকে নিয়ে এই চক্র চালাতেন।

প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা দেওয়া হত

প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা দেওয়া হত

শুভেন্দু অধিকারী এদিন সংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ভাইপোর নামে অনেক অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের সমর্থনে অডিও সামনে আনল বিজেপি। ভাইপো আর বিনয় মিশ্রের কথোপকোথন সামনে আনল বিজেপি। এই অডিও প্রকাশ করে বিজেপির অভিযোগ, প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা দেওয়া হত।

বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র যুবা সংগঠন থেকে

বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র যুবা সংগঠন থেকে

শুভেন্দু অভিযোগ করেন, বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র কিছুতেই এড়াতে পারে না তৃণমূল। আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমাকে আটকানোর জন্য যুবা সংগঠন তৈরি করা হয়েছিল তৃণমূলে। যা একেবারেই অবাস্তব। কোনও রাজনৈতিক দলে দুটি যুব সংগঠন দেখা যায় না। মাননীয় ভাইপো ২০১৩ সালে বিনয় মিশ্রকে যুবার দায়িত্বে এনেছিলেন।

তৃণমূল সবসময় বিনয় মিশ্র প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে

তৃণমূল সবসময় বিনয় মিশ্র প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে

শুভেন্দু বলেন, কয়লা-কাণ্ডে আইসি অশোক মিশ্র গ্রেফতার হয়েছেন। আগে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রও গ্রেফতার হয়েছে। বিনয় মিশ্রের নেতৃত্বে ব়্যাকেট চলত। তিনিই অভিষেকের কাছে টাকা পৌঁছে দিতেন। তাই বিনয় মিশ্র সম্পর্কে চুপ তৃণমূল। তৃণমূল সবসময় বিনয় মিশ্র প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না

মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না

শুভেন্দু বলেন, ভাইপোই হল তৃণমূলের অলিখিত সেকেন্ড ইন কম্যান্ড। তিনি পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নবান্নকে কাজে লাগিয়ে তিনি পুলিশের মাধ্যমে এই ব়্যাকেট চালিয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না। এই দুর্নীতির ইতি টানা দরকার।

কালীঘাটের ব্যানার্জি পরিবার দুর্নীতিগ্রস্থ

কালীঘাটের ব্যানার্জি পরিবার দুর্নীতিগ্রস্থ

শুভেন্দু বলেন, তদন্ত শুরু হওয়ার পর নানা অভিযোগ উঠে এসেছে। তা এড়িয়ে গিয়েছে। এবার কথোপকোথনও সামনে এল। কালীঘাটের ব্যানার্জি পরিবার যে দুর্নীতিগ্রস্থ, তা আর অস্বীকার করা যাবে না। এই দুর্নীতির অবসান ঘটাতে হবে। সেটাই আমাদের আবেদন বাংলার জনতার কাছে। দীনেশ ত্রিবেদী বলেন, এই দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র। আরও অনেক দুর্নীতি বেরিয়ে আসবে। এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কথোপকোথেনর অডিও সামনে আনেন।

English summary
Suvendu Adhikari alleges against Abhishek Banerjee in coal trafficking racket during Bengal Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X