For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড ডে মিলের টাকাতে মুখ্যমন্ত্রীর জেলা সফর! শুভেন্দুর টুইটারে নথি ঘিরে হৈচৈ রাজ্য-রাজনীতিতে

মিড ডে মিল প্রকল্পের টাকাতে চলছে মুখ্যমন্ত্রীর জেলা সফর! কার্যত এমনটাই বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, এই সংক্রান্ত নথি একেবারে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উ

  • |
Google Oneindia Bengali News

মিড ডে মিল প্রকল্পের টাকাতে চলছে মুখ্যমন্ত্রীর জেলা সফর! কার্যত এমনটাই বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, এই সংক্রান্ত নথি একেবারে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা সফরের বিল মিড ডে মিল প্রকল্পের টাকা থেকে মেটানো হয়েছে। আর এহেন অভিযোগ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

শুভেন্দুর টুইটারে নথি ঘিরে হৈচৈ রাজ্য-রাজনীতিতে

পালটা শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফর ছিল তাঁর। আর সেখানে প্রায় ১ কোটি ট৩৫ লাখ টাকা খরচ করা হয়েছে বলে টুইটে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আর সেই খরচের বড় একটা অংশ মিড ডে মিল প্রকল্পের টাকা থেকে খরচ করা হয়েছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, অন্যান্য প্রকল্পের টাকা থেকে তা মেটানো হয়েছে বলে টুইটে নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা। আর সেই নথি অনুযায়ী, 'এসসি, এসটি এবং ওবিসি' উন্নয়ন তহবিলের টাকাও ব্যবহারের দাবি করেছেন তিনি।

যদিও শুভেন্দু অধিকারীর টুইট করা নথি ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করেনি। তবে সেটি সরকারি নথি বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এই বিষয়ে দুটি টুইট করে। অপর একটি টুইটে তিনি লিখছেন, এক প্রকল্পের টাকা অন্য জায়গাতে খরচ করাটা কার্যত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর তা একেবারে উপরের তলা থেকে বিডিও স্তরের অফিসারা করছেন বলেও মারাত্মক অভিযোগ নন্দীগ্রামের এই বিধায়কের। শুধু তাই নয়, শিশুদের থালা থেকেই এভাবে চুরি অকল্পনীয় বলেও মনে করছেন তিনি। আর সেই কারণেই পশ্চিমবঙ্গে মিড ডে মিলে সাপ কখনও টিকটিকি পাওয়া যাচ্ছে বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

যদিও শুভেন্দুর এহেন দাবিকে পালটা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, কীভাবে কোন খাতে খরচ তা সম্পূর্ণটাই প্রশাসনিক বিষয়। এক্ষেত্রে নীতিগত কিছু বিষয় থাকে বলে মনে করছেন কুণাল। তা নিয়ে কুৎসা করা ঠিক নয় বলেই দাবি তাঁর। শুধু তাই নয়, কুণাল বলছেন, যে সময়ে মোদী-শাহেরা আসেন তখন কীভাবে খরচ হয়। নিশ্চয় ব্যাঙ্ক কিংবা এটিএম থেকে তুলে খরচ হয় না বলেও দাবি করেছেন তিনি।

English summary
Suvendu adhikari alleged mamata banerjee is doing her district trip with the money of Mid day meal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X