For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফণী' আনছে প্রবল ঝড়-বষ্টি! দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনের স্থানগুলিতে চূড়ান্ত সতর্কতা

ফণীর সম্ভাব্য প্রভাব নিয়ে দিঘা-সহ রাজ্যে সমুদ্র পর্যটনের স্থানগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মন্দারমনি, বকখালি, সাগরেও একই পরিস্থিতি।

Google Oneindia Bengali News

ফণীর সম্ভাব্য প্রভাব নিয়ে দিঘা-সহ রাজ্যে সমুদ্র পর্যটনের স্থানগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মন্দারমনি, বকখালি, সাগরেও একই পরিস্থিতি। চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় সমুদ্র পর্যটনের স্থানগুলি থেকে ২ থেকে ৪ মে-র মধ্যে দূরে থাকার কথা বলা হয়েছে।

 ফণীর সম্ভাব্য আঘাত! দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনের স্থানগুলিতে চূড়ান্ত সতর্কতা

১ মে বিকেলে ওড়িশার গোপালপুরে আছড়ে পড়তে চলেছে ফণী। তারপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে এগোবে বলে মনে করছে হাওয়া অফিস। ফলে দিঘা-সহ পশ্চিমবঙ্গের
উপকূলের পর্যটনস্থানগুলিতে জারি হয়েছে সতর্কতা। হাওয়ার জেরে ইতিমধ্যেই সমুদ্র কিছুটা উত্তাল হয়েছে। দিঘা উপকূলে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ২ মে থেকে সমুদ্রে মাছ ধরতে না যেতে। আর যাঁরা গিয়েছেন, তাঁদের ১ মে বিকেলের
মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। হুগলি বন্দরে সিগন্যাল নম্বর টু দেখাতে বলা হয়েছে। সাগরে সিগন্যাল নম্বর ফাইভ দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Suspension of sea bound water activity along West Bengal coast including Digha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X