For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের আগে ফের জালে জঙ্গি, খাগড়াগড়কাণ্ডের সঙ্গে রয়েছে যোগ

স্বাধীনতা দিবসের দু'দিন আগে এসটিএফ-এর জালে ফের জঙ্গি। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে এই জঙ্গিকে ধরা হয়েছে। আব্দুল মাজিদ নামে ওই জঙ্গিকে আপাতত লাগাতার জেরা করা হচ্ছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের দু'দিন আগে এসটিএফ-এর জালে ফের জঙ্গি। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে এই জঙ্গিকে ধরা হয়েছে। আব্দুল মাজিদ নামে ওই জঙ্গিকে আপাতত লাগাতার জেরা করা হচ্ছে। খাগড়াগড়কাণ্ডের সঙ্গে এই মাজিদের যোগ আছে বলেও এসটিএফ সূত্রে জানা গিয়েছে।

জালে আরও এক জামাত জঙ্গি

খাগড়াগড়কাণ্ডে সম্প্রতি কর্ণাটক থেকে গ্রেফতার করা হয়ও মূল পাণ্ডা কওসরকে। এরপরই কওসরকে জেরা করে এনআইএ মুর্শিদাবাদের আব্দুল মাজিদের সন্ধান পাওয়া যায় বলে খবর। এই আব্দুল মাজিদ-এর থেকে কওসর তার অজ্ঞাতবাসে অর্থও নিয়েছিল বলে জানা গিয়েছে। কওসর নিজেই জানিয়েছে মাজিদ তাকে ১১,০০০ টাকা পাঠিয়েছিল।

এসটিএফ-সূত্রে খবর মাজিদ নিজেও জামাত জঙ্গি। বাংলাদেশের বাসিন্দা হলেও মাজিদ বহু বছর ধরে রাজ্যে গা-ঢাকা দিয়ে রয়েছে। খাগড়াগড়কাণ্ডের সঙ্গেও তার যোগ রয়েছে বলে কওসরকে জেরা করে নাকি জানা গিয়েছে।

খাগড়াগড়কাণ্ডের সময় এনআইএ তদন্তে জানা গিয়েছে রাজ্যে জামাতদের অন্তত ৫২টি স্লিপার সেল রয়েছে। আর এই স্লিপার সেলগুলি কাজ করছে এক দশকেরও বেশি সময় ধরে। এই স্লিপার সেলগুলির কাজ হল জঙ্গি কার্যকলাপে লোক নিয়োগ এবং বিস্ফোরক থেকে শুরু করে সন্ত্রাসে ব্যবহৃত বিভিন্ন কাজের সামগ্রী পৌঁছে দেওয়া। মাজিদ কোনও স্লিপার সেল না একজন সক্রিয় জঙ্গি তা খতিয়ে দেখা হচ্ছে।

English summary
STF has got another success before Independence Day. They have arrested a Suspected Jamat terrorist in Murshidabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X