For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের বয়স নিয়ে মহিলা সাংসদদের মত কী! হাউস প্যানেল মিটিং চাইলেন সুস্মিতা

বিয়ের বয়স নিয়ে এককাট্টা মহিলা সাংসদরা হাউস প্যানেল মিটিংয়ে বসতে চান। সংসদে এই মর্মে আবেদন জানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

Google Oneindia Bengali News

বিয়ের বয়স নিয়ে এককাট্টা মহিলা সাংসদরা হাউস প্যানেল মিটিংয়ে বসতে চান। সংসদে এই মর্মে আবেদন জানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল ২০২১-এ মহিলাদের জন্য বিবাহের আইনি বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। তা নিয়েই মহিলা সাংসদরা আলোচনায় বসতে আগ্রহী।

বিয়ের বয়স নিয়ে মহিলা সাংসদদের মতামত চান সুস্মিতা

তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব সংসদীয় স্থায়ী কমিটির একমাত্র মহিলা সদস্য। তিনি মহিলাদের জন্য বিবাহের আইনি বয়স বাড়ানোর বিলটি পরীক্ষা করছেন। তিনি চাইছেন মহিলাজদের বিয়ের আইনি বয়স বাড়ানোর প্রস্তাব পর্যালোচনায় সমস্ত মহিলা সাংসদদের অন্তর্ভুক্ত করতে। সে জন্য তিনি সমস্ত মহিলা সাংসদদের নিয়ে হাউস প্যানেল বৈঠকের আবেদন করেছেন।

শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি লেখেন, এমন একটি নিয়ম চালু করতে সমস্ত মহিলা সাংসদকে প্যানেলের সামনে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হোক। তিনি বলেন, এই বিলে মহিলা সাংসদদের সাক্ষ্য অবশ্য প্রয়োজনীয়।

রাজ্যসভায় ২৯ জন মহিলা সদস্য থাকলেও লোকসভায় ৮১ জন মহিলা সংসদ সদস্য রয়েছেন। বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল২০২১, যা মহিলাদের জন্য বিবাহের আইনি বয়স ১৮ বছর থেকে ২১ বছর করার প্রস্তাব করে। এই বিলটি সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভায় পেশ করা হয়েছিল। তা এখন বিবেচনা সাপেক্ষ।

আর এই বিবেচনার ভার এখন বর্তেছে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের উপর। কয়েক মাস আগে সংসদীয় স্থায়ী কমিটিগুলি পুনর্গঠন হয়। বর্তমান স্থায়ী কমিটিতে সুস্মিতা দেব ৩১ সদস্যের মধ্যে একমাত্র মহিলা। এখন তিনি এককভাবে এই প্রস্তাব যাচাই না করে সমস্ত মহিলা সাংসদদের অন্তর্ভুক্তি চাইছেন। তাঁরা সম্মিলিতভাবে এই প্রস্তাব বিবেচনা করতে চাইছেন।

তিনি লেখেন, রাজ্যসভার কার্যপ্রণালী এবং পরিচালনার ৮৪ (৩) এবং ২৭৫-র অধীনে, আমি প্রস্তাব করতে চাই যে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের সমস্ত মহিলা সদস্যরাই ওই কমিটির সামনে লিখিতভাবে বা ব্যক্তিগতভাবে সাক্ষ্যদান করুন মহিলাদের বিবাহের আইনি বয়সয়ের বিষয়ে নিজের মতামত জানিয়ে। সংসদ সেই অনুমতি প্রদান করে বাধিত করুক, চিঠিতে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, "আমি নিশ্চিত যে সমস্ত মহিলা সাংসদরাই এই বিষয়ে আলোচনায় অবদান রাখবেন। শুধু অনুমতি প্রদান করে তাঁদের মতামত প্রদান করতে বলুক সংসদ। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুকে এ বিষয়ে চিঠি লিখেছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও। তিনিও মহিলাদের ববাহের আইনি বয়স সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মহিলা সাংসদের অন্তর্ভুক্তিমূলক প্যানেলের অনুমতি প্রদানের অনুরোধ জানান।

English summary
Sushmita Dev writes letter for allowing all women MPs to take part in panel meeting on Marriage Age Bill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X