For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্টি সদস্য নিষ্ক্রিয় হলে বরখাস্তের খাঁড়া, লোকসভায় বিপর্যয়ের পর হুঙ্কার সূর্যকান্তের

যদি কোন পার্টি সদস্য নিস্ক্রিয় হয় এবং ধারাবাহিকভাবে কাজ না করে তাহলে তাঁর সদস্য পদ বাতিল করা হবে। শনিবার মেদিনীপুরে দলের একটি সভায় এসে এই কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

যদি কোন পার্টি সদস্য নিস্ক্রিয় হয় এবং ধারাবাহিকভাবে কাজ না করে তাহলে তাঁর সদস্য পদ বাতিল করা হবে। শনিবার মেদিনীপুরে দলের একটি সভায় এসে এই কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন দলের সাধারণ সভায় তিনি বলেন, দলের সদস্যদের মিটিংয়ে আসতেই হবে।

তিনি বলেন, যদি কেউ নিয়মিত না আসেন ও নিস্ক্রিয় হন, যদি কেউ ধারাবাহিকভাবে দলের কাজ করতে ব্যর্থ হন, তাহলে তাঁদের সদস্যপদ খারিজ করে দেওয়া হবে। বারে বারে বলার পরও যদি কেউ ধারাবাহিকভাবে কাজ না করেন তাহলে তাঁর সদস্য পদ রাখার কোনও যোগ্যতা নেই।

পার্টি সদস্য নিষ্ক্রিয় হলে বরখাস্তের খাঁড়া, হুঙ্কার সূর্যকা

বিগত নির্বাচনে তাদের কী কী ভুল ছিল এবং কেন মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার একটি মূল্যায়ন করেছে সিপিএম। সেই প্রসঙ্গ টেনে সূর্যকান্ত বলেন যে, এই জন্য দলের যারা বিভিন্ন এলাকায় নেতৃত্বে আছেন, তাঁরা তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।

যাঁরা আমাদের ভোটার ছিলেন তাঁরা যদি এখন বিজেপি বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাহলে তা মানুষের দোষ নয়, এলাকায় নেতৃত্বকে তাদের দায়িত্ব পালন করতে ও বুঝতে হবে। প্রতি জেলায় সেপ্টেম্বর মাসে পার্টি ‌সমাবেশ‌ বলে জানিয়ে তিনি বলেন যে বুথ এলাকায় কাজ করতে না পারলে কিছু হবে না।

সূর্যকান্ত বলেন, আমরা ব্রিগেড সমাবেশ করেছি। কিন্তু শুধু মাত্র ব্রিগেড সমাবেশ করলেই হবে না। বুথে আপনি দাঁড়াতে পারছেন কি না তা দেখতে হবে। দুর্বলতা কোথায় , কেন বুথে লড়াই করতে পারছি না তা দেখতে হবে। মানুষের কাছে পৌঁছে তাদের কথা শুনতে হবে। বক্তৃতা দিয়ে লাভ কি যদি সংগ্রাম করতে তা বাস্তবায়ন না হয়?"

সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, এই রাজ্যে তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। কিন্তু তার জন্য তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ তাতে সুবিধা পাবে বিজেপি। এই রাজ্যে তাদের নির্বাচনী কৌশল আলাদা হবে, তারা কিছু ক্ষেত্রে নমনীয় হলেও এতটা নমনীয় হবেন না, যাতে পার্টির ক্ষতি হয়।

বিজেপির তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। সিঙ্গুর, ভাটপাড়া, ডায়মন্ড হারবার নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন তিনি। একই সাথে শ্রমিক শ্রেণির মাইনে না বাড়িয়ে মন্ত্রীদের মাইনে বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র। বিজেপির মোকাবিলা করার জন্য দলের নিজের শক্তি বাড়াতে হবে বলে ‌এদিন দলের কর্মীদের নির্দেশ দেন তিনি।

English summary
Suryokanta Mishra threatens to expel if party members being inactive. He attacks BJP and TMC in same tone from Midnapur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X